Murshidabad News: বিজ্ঞানের আশ্চর্য সব মডেল তৈরি করে তাক লাগিয়ে দিল ছাত্রীরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে স্কুলের মেয়েরা প্রায় ২৫ টি বিজ্ঞান ভিত্তিক মডেল তৈরি করে। মানবদেহের বিভিন্ন অঙ্গ, সালোকসংশ্লেষ প্রক্রিয়া, বাষ্পমোচন সহ বিভিন্ন হাতের কাজকে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়।
মুর্শিদাবাদ: বিজ্ঞানের নানান বিষয়ের উপর মডেল তৈরি করে তাক লাগিয়ে দিল ছাত্রীরা। এক খুদে ছাত্রী তৈরি করেছে মাইক্রোস্কোপের বদলে প্লাস্টোস্কোপ। এমনই নানান আকর্ষণীয় মডেল তৈরি করে সাড়া ফেলে দিয়েছে লালবাগ গর্ভমেন্ট স্পন্সর বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।
স্কুলের প্রধান শিক্ষিকা মোনালিসা পালিত, জানান জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে স্কুলের মেয়েরা প্রায় ২৫ টি বিজ্ঞান ভিত্তিক মডেল তৈরি করে। মানবদেহের বিভিন্ন অঙ্গ, সালোকসংশ্লেষ প্রক্রিয়া, বাষ্পমোচন সহ বিভিন্ন হাতের কাজকে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। শিক্ষিকা ব্রততী রায় বলেন, হৃদপিন্ডের মধ্য দিয়ে কীভাবে রক্ত সঞ্চালনা হয় মানবদেহের সেই মডেলও তৈরি করেছে এই খুদে ছাত্রীরা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগের মহকুমাশাসক। তিনি বলেন, আগামী দিনে এই ছাত্রীরাই দেশের ভবিষ্যৎ। এদের এই প্রদর্শনী জেলা ও রাজ্য স্তরেও প্রদর্শিত হবে।
advertisement
advertisement
লালবাগ গর্ভমেন্ট স্পন্সর বালিকা বিদ্যালয়ের জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন লালবাগের মহকুমাশাসক সুদীপ ঘোষ। এর পাশাপাশি একটি ল্যাব ও একটি আর্ট গ্যালারিরও উদ্বোধন করা হয়। স্কুলের ছাত্রীরা বিভিন্ন শিক্ষামূলক মডেল প্রদর্শনী করেন। এছাড়াও ছাত্রীরা নাচ, গানের মধ্য দিয়ে তিনটি উদযাপন করে। জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভাও আয়োজিত হয়।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 5:40 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বিজ্ঞানের আশ্চর্য সব মডেল তৈরি করে তাক লাগিয়ে দিল ছাত্রীরা