একপ্রকার বাধ্য হয়েই পরীক্ষার্থীদের সেই সমস্ত কিছু খুলেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয়। রবিবার টেট পরীক্ষার দিন সকালে গোপালনগর এমএসএস হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়ে এমনই বাধার সম্মুখীন হতে হল পরীক্ষার্থীদের একাংশকে। এই গোটা ঘটনার জেরে রীতিমত ক্ষোভ ছড়িয়ে পড়ে পরীক্ষার্থী ও তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা অভিভাবকদের মধ্যে। নিজেদের পরিহিত সমস্ত গয়না খুলতে গিয়ে একপ্রকার চরম বিপাকেই পড়তে হয় পরীক্ষার্থীদের।
advertisement
আরও পড়ুন - পর্তুগালের কোচকে এক হাত নিলেন জর্জিনা, সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর সমর্থণে গলা ফাটালেন
পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, "এমন কোনও নিয়ম ছিল না টেট পরীক্ষার নিয়মের মধ্যে। অথচ এদিন দেখা গেল শাঁখা-পলাও খুলে দেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে। এর ফলে দারুন সমস্যায় পড়ে যান বহু পরীক্ষার্থী।'’ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে নিয়ে আসা এক পরীক্ষার্থীর অভিভাবক মিঠুন দাস অভিযোগ করে বলেন, " স্ত্রী পরীক্ষা কেন্দ্রে ঢুকতে যাচ্ছিলেন। তাঁর নাকের নথ, কানের দুল, শাঁখা পলা খুলতে বলা হল। এই নিয়মের কথা কোথাও উল্লেখ করা ছিল না।"
অন্যদিকে এক পরীক্ষার্থী তুফানগঞ্জের বাসিন্দা অমল মিত্র বলেন, " বড় বড় পরীক্ষা গুলি যেমন সিভিল সার্ভিস পরীক্ষাতেও শাঁখা পলা খোলার কোন নিয়ম দেওয়া থাকে না। তবে এক্ষেত্রে কেন এই ধরনের নিয়ম করা হল সেই বিষয়ে কিছুই সঠিক জানতে পারা গেলনা।’‘ তবে সব মিলিয়ে গোটা বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় সাময়িক সময়ে জন্য। তবে অবশ্য পরীক্ষা কেন্দ্রে কোন রকমের বিশৃঙ্খল কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি।
Sarthak Pandit