পর্তুগালের কোচকে এক হাত নিলেন জর্জিনা, সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর সমর্থণে গলা ফাটালেন
- Published by:Debalina Datta
Last Updated:
রোনাল্ডোর বোন কাটিয়া অ্যাভিয়েরো ইনস্টাগ্রামে রোনাল্ডোর স্বপক্ষে পোস্ট করেন৷ রোনাল্ডোর আরেক বোন এলমাও তাঁর হয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর হয়ে সওয়াল করেছেন৷
#দোহা: জর্জিনা রডরিগেজ একেবারে তীক্ষ্ণ ছুরি শানালেন জর্জিনা রডরিগেজ৷ পর্তুগাল বনাম মরক্কো ম্যাচে হারের পর একেবারে চাঁচাছোলা কথা শোনালেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোসের সিদ্ধান্তের বিরুদ্ধে৷ এই নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে রেখেই দল সাজিয়েছিলেন কোচ৷ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ৬-১ ফল হয়েছিলে রোনাল্ডোকে প্রথম একাদশে না রেখেই আর সেই একই স্ট্র্যাটেজিতে মরক্কো ম্যাচের রণনীতি৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement