স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "দীর্ঘ সময় ধরে সম্পর্কে দাদা এবং বোন ওই দুই জনের মধ্যে গভীর প্রণয়ের সম্পর্ক ছিল। এর আগেও এই ভাবেই পালিয়ে গিয়েছিল ওই দু'জন। তবে মেয়ের বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নিতে পারেনি। তাই থানায় অপহরণের লিখিত অভিযোগ জানানো হয়।
তারপর মেয়েটির প্রতিবেশী ওই যুবককে খুঁজে বের করে গ্রেফতার ও করা হয়েছিল। বেশ কিছুদিন জেল পর্যন্ত খাটতে হয়েছিল প্রেমিক ওই যুবককে। তবে এবার আবার সেই একই ঘটনার পুনরবৃত্তি। তবে এবার ছেলের পরিবার থেকে গোটা বিষয়টি মেনে নেওয়া হয়েছে। তবে যুবতীর পরিবারের থেকে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
advertisement
শিতলকুচি ব্লকের গিতালদহ মরিচা এলাকায় এই ঘটনা । তবে দীর্ঘ চার বছর ধরে গভীর এই প্রণয়ের সম্পর্ক চলছিল সম্পর্কে দাদা এবং বোন প্রেমিক যুগলের মধ্যে। তবে একই এলাকার প্রতিবেশী এবং সম্পর্কে ভাইবোন হওয়ার কারণে যুবতীর পরিবারের পক্ষ থেকে এই প্রণয়ের সম্পর্ক মেনে নেওয়া হচ্ছে না। তবে এই বিষয় নিয়ে এখনও কোনও প্রকার লিখিত অভিযোগ দায়ের করা হয়নি শিতলকুচি থানায়। তবে যদি কোনও প্রকার অভিযোগ আসে পুলিশের কাছে। তবে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
Sarthak Pandit