Scam Case || Sukanta Majumdar: নিয়োগ দুর্নীতির 'বিতর্কিত' পুকুর পরিদর্শনে সুকান্ত মজুমদার! যেতেই যা ঘটল... তুলকালাম কাণ্ড বড়ঞার আন্দি গ্রামে
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Scam Case || Sukanta Majumdar: বড়ঞার আন্দি গ্রামে বিজেপির রাজ্যে সভাপতি কে আটকে দিল পুলিশ। বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদার।
মুর্শিদাবাদ: নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এবার তার বাড়ির পাশে পুকুর পরিদর্শনে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়লেন বিজেপির রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকালে বহরমপুর থেকে সড়ক পথে আসেন সুকান্ত মজুমদার। তাঁকে প্রথমে আন্দি কালিবাড়ির সামনে আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। ধস্তাধস্তি হয় বিজেপির কর্মীদের সঙ্গে পুলিশের। ব্যাপক ধস্তাধস্তি চলে বেশ কিছুক্ষণ ধরেই।
advertisement
advertisement
পরে কনভয় নিয়ে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়ির সামনে যান সুকান্ত মজুমদার। যে পুকুরে মোবাইল ফেলে দেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, এবং পরে পুকুর থেকে মোবাইল উদ্ধার করে সিবিআই। সেই পুকুর পরিদর্শনে গেলে বাগানের মধ্যেই আটকে দেওয়া হয় বিজেপির রাজ্য সভাপতিকে।
advertisement
বিজেপির রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদারের দাবি পুলিশ তাঁর কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট দাবি করেছে। আর এটা নিয়েই সাধারণ বিজেপির কর্মীদের সঙ্গে তীব্র ধস্তাধস্তি হয় পুলিশের। যদিও পরে পুকুর পাড়ে না গিয়েই ফিরে যেতে হল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সঙ্গে এদিন ছিলেন বিজেপির দুই বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ ও কাঞ্চন মৈত্র এবং জেলা সভাপতি শাখারপ সরকার।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 20, 2023 8:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scam Case || Sukanta Majumdar: নিয়োগ দুর্নীতির 'বিতর্কিত' পুকুর পরিদর্শনে সুকান্ত মজুমদার! যেতেই যা ঘটল... তুলকালাম কাণ্ড বড়ঞার আন্দি গ্রামে