এতে এলাকার মানুষের সন্দেহ বেড়ে যায় তার ওপর। তারপর এলাকার সবাই মিলে সম্পদ সরকারকে পুলিশের হতে তুলে দেয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সম্পদ সরকারের উপর চাপ প্রয়োগ করার পর আলিপুরদুয়ার থেকেই তনুজ দেবনাথের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে সেই মৃতদেহ উদ্বার করে আলিপুরদুয়ার এর মর্গে নিয়ে রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের
এরপর এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে সম্পদ সরকারের ওপর। এলাকা ক্ষিপ্ত জনতা সম্পদ সরকারের বাড়িঘর ভাঙচুরও চালায়। এলাকার বাসিন্দাদের দাবি, \"সম্পদ সরকারের কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করতে হবে প্রসাশনের। নাহলে তারা আরোও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।\" তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ ও কোচবিহার জেলা পুলিশ।
আরও পড়ুনঃ দোকানে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার এক! চাঞ্চল্য তুফানগঞ্জ এলাকায়
প্রাথমিক সন্দেহে মনে করা হচ্ছে টাকা পয়সার লোভ ও নিজেদের মধ্যে বচসার কারণেই এই ঘটনা ঘটানো হয়েছে। তবে এই বিষয় নিয়ে পুলিশের পক্ষ থেকে জেরা করা হচ্ছে সম্পদ সরকারকে। তদন্ত সম্পূর্ন হলে বিষয়টি সম্পর্কে আরও বিশদে জানা সম্ভব হবে এমনটাই জানানো হয়েছে দুই থানার পক্ষ থেকে। তবে টোটো চালকের অস্বাভাবিক মৃত্যুর কারণে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
Sarthak Pandit