Cooch Behar: দোকানে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার এক! চাঞ্চল্য তুফানগঞ্জ এলাকায়

Last Updated:

ব্যক্তিগত শত্রুতার কারণে দোকানে আগুন লাগিয়ে ক্ষতি করার চেষ্টা! আগুন লাগানো ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট সাতটি দোকান। তার মধ্যে চারটি দোকান সম্পূর্ন এবং তিনটি দোকানের আংশিক ক্ষতির সম্মুখীন হয়।

দোকানে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার এক!
দোকানে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার এক!
#তুফানগঞ্জ : ব্যক্তিগত শত্রুতার কারণে দোকানে আগুন লাগিয়ে ক্ষতি করার চেষ্টা! আগুন লাগানো ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট সাতটি দোকান। তার মধ্যে চারটি দোকান সম্পূর্ন এবং তিনটি দোকানের আংশিক ক্ষতির সম্মুখীন হয়। তবে এই ঘটনা ঘটার খবর পাওয়ার পর থেকেই পুলিশ সক্রিয়তা ছিল চোখে পড়ার মতন। গত মঙ্গলবার আচমকাই রাতের দিকে তুফানগঞ্জের রামহরি মোর সংলগ্ন এলাকায় একসাথে মোট সাতটি দোকানে পরপর আগুন লাগার ঘটনা ঘটে। এরমধ্যে চারটি দোকান পুরোপুরি ভাবে এবং তিনটি দোকান আংশিক ভাবে পুড়ে যাওয়ার কারণে বিপুল ক্ষয়ক্ষতি হয়। দোকানের মালিকদের ক্ষতি হয় প্রায় কোটি টাকার কাছাকাছি। এই ঘটনার অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত নামে তুফানগঞ্জ থানার পুলিশ।
 
 
advertisement
পুলিশের তৎপরতায় সঞ্জয় দাস নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এই ঘটনাটি ঘটানোর দোষী হিসেবে। তার বাড়ি কামাত ফুলবাড়ী এলাকায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, 'মূলত এলাকার দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। এবং তার খোঁজে তল্লাশি শুরু করা হয়। এবং তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতারকরা হয়। তারপর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাকে আদালতে তোলা হয়।
advertisement
 
আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য বিচারক তাকে আরোও দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।' ব্যক্তিগত শত্রুতার কারণের জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এই বিষয়টি নিয়ে কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানান, \"এই ঘটনার পেছনের আসল উদ্দেশ্য জানতে আমরা সর্বাঙ্গিকভাবে তদন্ত করছি। কয়েকদিনের মধ্যেই আসল তথ্য প্রকাশ্যে আসবে।“
advertisement
 
তবে ব্যক্তিগত শত্রুতার জেরে দুর্গাপুজোর আগে দোকানে আগুন লাগিয়ে দিয়ে ক্ষতি করার চেষ্টাকে কেন্দ্র করে রামহরি মোর সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। এলাকার সাধারণ মানুষের বক্তব্য, \"দুর্গা পুজোর আগে বা পুজোর সময় এই ধরনের যেকোন অপ্রীতিকর ঘটনায় যাতে আর না ঘটে। তাই সঠিক পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।\"
advertisement
 
 
 
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: দোকানে আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার এক! চাঞ্চল্য তুফানগঞ্জ এলাকায়
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement