Cooch Behar: ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের শিকারপুর চামটা দেশবন্ধু বিদ্যালয় সংলগ্ন রেল লাইনে ট্রেনে কাটা পরে মৃত্যু হলো এক ব্যক্তির।
#তুফানগঞ্জ : নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের শিকারপুর চামটা দেশবন্ধু বিদ্যালয় সংলগ্ন রেল লাইনে ট্রেনে কাটা পরে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাস্থল থেকে উদ্ধার মোবাইল থেকে ঐ ব্যক্তির পরিচয় জানতে পারে তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ঐ ব্যক্তির নাম সৌমেন সরকার এবং তার বয়স ২৫ বছর। মৃত ব্যক্তির বাড়ি পুন্ডিবাড়ি থানার অন্তরগত ঢাংঢিং গুড়িতে। মৃত ব্যক্তি বৈবাহিক সূত্রে তুফানগঞ্জের নাককাটি গাছের কদমতলা এলাকায় শ্বশুড় বাড়িতে থাকতেন।
advertisement
সংসারের অভাব অনটনের কারণে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছেন। গত কয়েকদিন হলো তিনি বাড়িতে ফেরেন। তারপর আচমকায় তার মৃতদহ রেললাইনে দেখতে পাওয়া যায় এদিন। আচমকাই বৃহষ্পতিবার সকালে স্থানীয়রা রেল লাইনের উপর ছিন্ন ভিন্ন দেহ টিকে দেখতে পায় স্থানীয় মানুষেরা। কিন্তু তখন পরিচয় কিছুই পাওয়া সম্ভব হয়নি।
advertisement
পরে ঘটনাস্থলে পাওয়া মোবাইল থেকে পরিচয় জানতে পারে পুলিশ। দেহ টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিক কিভাবে তার মৃত্যু হল সে কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ঘটনার তদন্তে নেমেছে তুফানগঞ্জ থানার পুলিশ। দ্রুত এই মৃত্যুর রহস্য সমাধান করা হবে বলে জানান, কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ।
advertisement
তবে আচমকা এই ভাবে একজন পরিযায়ী শ্রমিকের ট্রেনে কাটা পড়ে মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। রহস্য দানা বাঁধতে শুরু করেছে এই মৃত্যুকে কেন্দ্র করে। এলাকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, \"এদিন সকালে আচমকাই একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পান কিছু স্থানীয় মানুষ। রেললাইনের মাঝখানে পড়েছিল সেই মৃতদেহটি। তারপর তুফানগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায়।
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
September 08, 2022 6:28 PM IST