এলাকার এক স্থানীয় বাসিন্দা মিনাজুল রহমান জানান, \"ওই একই রাস্তা দিয়ে বাইক নিয়ে ফিরছিলাম। হঠাৎ এই দুর্ঘটনা দেখি। কিছুক্ষণ আগে ওই বড়ো গাড়িটি আমার পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। তখনো বুঝতে পারিনি সামনেই এই দুর্ঘটনা দেখব। তবে বড় গাড়ি চালকদের রাস্তায় একটু সাবধানে গাড়ি চালানো উচিত।\" পশারির হাট থেকে অটো করে ফিরছিলেন মোট চারজন যাত্রী। তাদের মধ্যে দুজন ছিলেন বয়স্ক এবং একজন মহিলা ও একটি শিশু। এই দুর্ঘটনার জেরে মাথা ফেটে যায় দুই বয়স্ক যাত্রীর।
advertisement
আরও পড়ুনঃ পুজোর ছুটির সেরা ডে আউট প্ল্যান কান্তেশ্বর ইকো-ট্যুরিজম পার্ক
তবে কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি মহিলা এবং শিশুটি। সামান্য আঘাত পেয়েছে চালক। অটো গাড়িটি চলাকালীন সময়ে পেছন থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি বোলোরো গাড়ি। আর তার জেরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। তবে এই ঘটনার জেরে আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন দুই বয়স্ক যাত্রী। ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই তাদের স্থানান্তরিত করা হয় কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর চালক কে ছেড়ে দেওয়া হলেও ভর্তি করা হয় ওই দুই বয়স্ক যাত্রীকে।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের ইতিহাস খুঁজতে তৈরি হল রিসার্চ সেন্টার! উদ্যোগ বানেশ্বর কলেজের
দুর্ঘটনার সাক্ষী মহিলা অটো যাত্রী বলেন, \"আমরা ভালোভাবে অটো করে আসছিলাম। আচমকাই একটি সাদা রঙের বোলোরো গাড়ি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এসে আমাদের অটোর পেছনে ধাক্কা মারে। তার ফলে কিছুটা দূর এগিয়ে গিয়ে উল্টে যায় অটোটি। কোনও মতে বেঁচে গিয়েছি।\" তবে এ ঘটনার পর খোঁজ মেলেনি বলেরোর গাড়ি চালকের। দুর্ঘটনা ঘটার পর থেকেই সে পলাতক অবস্থায় রয়েছে। গাড়ি চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
Sarthak Pandit