Cooch Behar: উত্তরবঙ্গের ইতিহাস খুঁজতে তৈরি হল রিসার্চ সেন্টার! উদ্যোগ বানেশ্বর কলেজের

Last Updated:

অবিভক্ত কোচবিহার তথা উত্তরবঙ্গের যে কৃষ্টি এবং সংস্কৃতি রয়েছে তার ইতিহাস সম্পর্কে গবেষণা করতে 'সেন্টার ফর নর্থ বেঙ্গল রিসার্চ এন্ড স্টাডিস' নামে একটি রিসার্চ সেন্টার খুললো বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়।

+
উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে এই প্রথম কোন মহাবিদ্যালয়ে রিসার্চ সেন্টার!

#কোচবিহার : অবিভক্ত কোচবিহার তথা উত্তরবঙ্গের যে কৃষ্টি এবং সংস্কৃতি রয়েছে তার ইতিহাস সম্পর্কে গবেষণা করতে 'সেন্টার ফর নর্থ বেঙ্গল রিসার্চ এন্ড স্টাডিস' নামে একটি রিসার্চ সেন্টার খুললো বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়। প্রতিবছর মূলত ৫ জন রিসার্চরদের কলেজ কর্তৃপক্ষের সাথে এই সমস্ত বিষয় নিয়ে রিসার্চ করার অনুমোদন দেওয়া হবে। রিসার্চ সেন্টার তৈরি করার মূল উদ্দেশ্য হলো ভবিষ্যত দিনে উত্তরবঙ্গ তথা অভিভক্ত কোচবিহারের ঐতিহাসিক অনাবৃত্ত বিষয়গুলি জনসমক্ষে নিয়ে আসা।
 
 
advertisement
এই রিসার্চ সেন্টার তৈরি করার বিষয় নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর নরেন্দ্রনাথ রায় বলেন, \"দীর্ঘ প্রচেষ্টার পর আমরা এই রিসার্চ সেন্টারটি তৈরি করতে সক্ষম হয়েছি। উত্তরবঙ্গ তথা অবিভক্ত কোচবিহারের ইতিহাস এবং সংস্কৃতিতে অনেক কিছু রয়েছে। তবে এমন অনেক জিনিস রয়েছে যেগুলি এখনো সাধারণ মানুষের জানা বাকি। সেই সমস্ত বিষয়গুলি নিয়ে রিসার্চ করার জন্যই আমাদের এই রিসার্চ সেন্টার তৈরির উদ্যোগ। আমাদের রিসার্চ সেন্টারে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শিক্ষকরা রয়েছেন রিসার্চ করার জন্য।\"
advertisement
 
মহাবিদ্যালয় আর একজন শিক্ষক মিঠুন ঘোষ জানান, \"এই রিসার্চ সেন্টার তৈরি করার পর থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এটিকে সফল করা সম্ভব হয়। কারণ গোটা উত্তরবঙ্গে হয়তো এই প্রথম কোন কলেজ থেকে এই ধরনের রিসার্চ সেন্টার তৈরি করা হল। তাই আমাদের যাত্রাপথ খুব একটা মসৃণ হবে না এটা বোঝাই যাচ্ছে। তবে আমাদের এই রিসার্চ সেন্টার তৈরি করার পর থেকে প্রচুর আগ্রহী মানুষেরা আমাদের সাথে যোগাযোগ করেছেন।\"
advertisement
 
বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয় এর উদ্যোগে তৈরি করা এই রিসার্চ সেন্টারটি ভবিষ্যতেগোটা উত্তরবঙ্গের সংস্কৃতি এবং ইতিহাস চর্চার মান আরো অনেকটা বাড়িয়ে তুলবে বলে মনে করছেন শিক্ষক মহলের একাংশ। এছাড়াও বিভিন্ন গবেষণামূলক বিষয় নিয়ে বাড়তি সুযোগ সুবিধা পাওয়ার আশা রয়েছে ভবিষ্যত দিনে।
advertisement
 
 
 
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: উত্তরবঙ্গের ইতিহাস খুঁজতে তৈরি হল রিসার্চ সেন্টার! উদ্যোগ বানেশ্বর কলেজের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement