Cooch Behar: ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা! বাড়ছে রহস্য

Last Updated:

ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায়। গতকাল রাতেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা।

ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, বাড়ছে রহস্য!
ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার, বাড়ছে রহস্য!
#কোচবিহার : ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায়। গতকাল রাতেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। মৃতের নাম প্রদীপ মজুমদার। পেশায় তিনি একজন গ্রিলের দোকানের ব্যবসায়ী। বহুদিন আগে শর্মিষ্ঠা গোস্বামী নামে এক মহিলা প্রদীপ বাবুর এবং তার দাদা তপন মজুমদার কাছ থেকে মেয়ের বিয়ের সময় নগদে একটি খাট এবং ফার্নিচার কেনার নাম করে কিছু টাকা বাকি রাখেন। পাঁচ বছর পরেও বিভিন্ন অজুহাতে সেই টাকা ফেরত দিচ্ছিলেন না। সেই টাকা চাইতে গেলে গত পাঁচ বছর ধরে বিভিন্ন অজুহাতে ঘুরতে হচ্ছিল তাদের।
 
 
advertisement
এদিন রাতে নটা নাগাদ সেই টাকা চাইতে যান প্রদীপ বাবু। তখনই তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। মৃত ব্যক্তির ভাই তপন মজুমদার জানান, 'আমার ভাই প্রদীপ মজুমদার কোনদিনই কোন মারপিটে যেত না, সে অত্যন্ত ভদ্র স্বভাবের মানুষ ছিল। আমরা এটাকে খুন বলে অনুমান করছি। কারণ, যেই জায়গায় দেহটি ঝোলানো অবস্থায় ছিল সেখানে কেউ গলায় দড়ি দিতে পারে না। এছাড়া ওই জায়গাটি দেখে মনে হচ্ছে ওখানে ধস্তাধস্তি হয়েছে।
advertisement
 
 
আমার ভাইয়ের গ্রিলের দোকান রয়েছে। আমার ভাই উনার থেকে টাকা পায়, গত চার থেকে পাঁচ বছর ধরে ভাইকে ঘোরাচ্ছিল। এছাড়া আমিও বেশ কিছু টাকা পাই ওনার কাছে। তখন আমার ভাই বাধ্য হয়েই ওনার ছেলে এবং ওনার স্বামীকে পুরো বিষয়টি জানানোর কথা বলে। আমাদের সন্দেহ ভাইকে ওরাই মেরে ঝুলিয়ে রেখেছে। আমরা পরিবারের পক্ষ থেকে ওদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করছি।\"
advertisement
 
তবে এই বিষয়টি নিয়ে আপাতত কোন মন্তব্য করতে রাজি হয়নি কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ। মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল সূত্রের খবর, মৃতদেহ ময়না তদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।
advertisement
 
 
 
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা! বাড়ছে রহস্য
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement