Cooch Behar: পুজোর ছুটির সেরা ডে আউট প্ল্যান কান্তেশ্বর ইকো-ট্যুরিজম পার্ক

Last Updated:

কোচবিহার জেলার একদম আন্তর্জাতিক বাংলাদেশ সীমান্ত লাগোয়া শীতলকুচি এবং সিতাই এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই কান্তেশ্বর ইকো-ট্যুরিজম পার্ক বা কান্তেশ্বর গড় উদ্যান।

+
কান্তেশ্বর

কান্তেশ্বর ইকো-ট্যুরিজম পার্ক দুর্গাপুজোর ছুটির দিনের সেরা ডে আউট প্ল্যান

#কোচবিহার : কোচবিহার জেলার একদম আন্তর্জাতিক বাংলাদেশ সীমান্ত লাগোয়া শীতলকুচি এবং সিতাই এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই কান্তেশ্বর ইকো-ট্যুরিজম পার্ক বা কান্তেশ্বর গড় উদ্যান। এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য ও সৌন্দর্য যেকোনো পর্যটকদের সহজেই আকৃষ্ট করে এই উদ্যান বা পার্কের দিকে। কোচবিহারের এককালীন একপুরুষ রাজত্ব করা রাজা কান্তেশ্বরের রাজবাড়ী ছিল এই গড় এলাকায়। এখানেই তিনি নিজের দুর্গ স্থাপন করে বসতি বানিয়েছিলেন। তবে বর্তমানে এখানে শুধুমাত্র উচু মাটির টিলা রয়েছে। সেই ঐতিহাসিক স্থানকে কেন্দ্র করেই এখানে এই উদ্যান বা পার্কটি স্থাপন করা হয়েছে।
 
 
advertisement
কথিত আছে কান্তেশ্বর রাজার মৃত্যুর পড়ে সেই সম্পূর্ন রাজবাড়িটি মাটির নিচে চলে গিয়েছে। তবে এখানে অসখ্য উচুঁ মাটির ঢিবি রয়েছে। আর এগুলিকেই এখানে স্থানীয় মানুষেরা গড় বলে চিহ্নিত করা হয় থাকে। তবে পরবর্তীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এখানের ওই কান্তেশ্বর গড় এলাকার রক্ষণাবেক্ষনের দায়িত্ব নিয়ে নেওয়া হয়েছে।
advertisement
 
কান্তেশ্বর উদ্যানের ঠিকানা : Kanteswar Eco-Tourism Park, Nagar Lalbazer, West Bengal, 736158
advertisement
 
 
 
কান্তেশ্বর উদ্যানের গুগল ম্যাপ লিংক:
 
 
advertisement
Kanteswer Gar Uddan
 
 
 
উদ্যানের প্রবেশ মূল্য পার্কিং : এই পার্কটিতে প্রবেশের মূল্য হল ২০ টাকা। এখানে অনলাইন টিকিট কাটার কোন ব্যবস্থা নেই। পার্কের গেটের সামনেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। এছাড়া যানবাহন নিয়ে আসলে সেটার আলাদা সামান্য কিছু টাকা দিতে হয়। (যেমন - বাইক এর জন্য ১০ টাকা, বড় গাড়ির জন্য ২০ টাকা)
advertisement
 
 
উদ্যান বা পার্কের অন্যান্য বিষয় : পার্কে রয়েছে বাচ্চাদের জন্য প্রচুর খেলার সরঞ্জাম, এছাড়াও রয়েছে প্রচুর পশুদের মুর্তি। যেগুলি দেখলেই বাচ্চারা খুশি হয়ে উঠবে এক নিমেষেই। হাইরোড থেকে উদ্যান বা পার্ক পর্যন্ত যাওয়ার রাস্তাটি কিছুটা পাকা করা হলেও বাকিটা মাটির রাস্তাই রয়ে গিয়েছে। তবে এখানে যেকোন ছুটির দিনে প্রচুর পর্যটক আসেন। এছাড়া বিশেষ অনুষ্ঠানের দিন গুলিতেও প্রচুর মানুষ ঘুরতে আসেন। কেউ আসেন শুধুমাত্র ঘুরতে। আবার কেউ আসেন বাড়ির লোকেদের নিয়ে পিকনিক করতেও। তবে যে সময়েই আসার ইচ্ছে থাকুক। যেকোন সময়েই এই কান্তেশ্বর ইকো-ট্যুরিজম পার্কে আসলে আপনি কাটাতে পারবেন দারুন কিছু মুহূর্ত।
advertisement
 
 
 
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: পুজোর ছুটির সেরা ডে আউট প্ল্যান কান্তেশ্বর ইকো-ট্যুরিজম পার্ক
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement