যেখানে তৃণমূল বিজেপির মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে সেই জায়গায় দুই দলের বিধায়কদের এক মঞ্চে হাজির হওয়া বহু মানুষকেই অবাক করেছে। কেনই বা তারা হাজির হলেন এই নিয়ে তৈরি হচ্ছে কৌতূহল। আসলে দুই দলের বিধায়কদের এক মঞ্চে হাজির হতে দেখা যায় মূলত দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় অভেদানন্দ মেলার উদ্বোধনে। যেখানে মঞ্চে একসঙ্গে দেখা যায় দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা, সিউড়ি বিধানসভার তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী (তৃণমূল), রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার বিধায়ক (তৃণমূল) আশীষ বন্দ্যোপাধ্যায়কে।
advertisement
আরও পড়ুন: লালন মৃত্য়ুর তদন্ত করবে সিআইডি, সিবিআই কর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নয়: হাইকোর্ট
এ ছাড়াও এই একই মঞ্চে দেখা যায় দুই দলের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদেরও। এই মঞ্চে উপস্থিত হয়ে তাঁদের একসঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন থেকে স্মারক পত্রিকা প্রকাশ সবকিছু করতে দেখা যায়। ঠিক যেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও তাঁদের অভেদানন্দ মেলা একসূত্রে বেঁধে দিল দুই রাজনৈতিক দলের জন প্রতিনিধিদের।
সোমবার সন্ধ্যায় দুবরাজপুরের এই অভেদানন্দ মেলা শুরু হল আট দিনের জন্য। মেলা বসেছে দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে। এই বছর এই মেলা ৬২ বছরে পা দিল। এই বছর এই মেলায় ২৫০ টি স্টল বসেছে বলে জানিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। পাশাপাশি অভেদানন্দ মেলায় বাচ্চাদের উৎসাহ দিতে তাদের নিজেদের আঁকা ছবির প্রদর্শনীও হয়েছে।
Madhab Das