তিনি কলম চালিয়েই নিজের প্রতিবাদ জানিয়েছিলেন। এর পাশাপাশি করোনাকালে দীর্ঘ লকডাউন চলাকালীন অন্যান্য চিকিৎসকেরা যখন প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দেন সেই সময়েও কোনওভাবেই থেমে যাননি এই চিকিৎসক। তিনি নিজের কাজ চালিয়ে গিয়েছেন নিজের গতিতেই।
আরও পড়ুনঃ সিউড়ির এই ব্যাঙ্কে RBI-এর বিধিনিষেধ হওয়ায় গ্রাহকদের টাকা কতটা সুরক্ষিত!
advertisement
ডাঃ সুশোভন ব্যানার্জি রোজ গড়ে ১৫০ জন করে রোগী দেখতেন। তার এইভাবে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি ২০২০ সালে পদ্মশ্রী পুরস্কার পান। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কোট মেম্বার ছিলেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বোলপুর শান্তিনিকেতন সহ জেলা জুড়ে।
আরও পড়ুনঃ গান, ফুটবল, সব দিকেই পারদর্শী বীরভূম জেলাশাসক! দেখুন সেই ভিডিও
মঙ্গলবার সকালবেলায় তিনি কলকাতার নর্থ সিটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন বিকাল বেলায় তার মরদেহ বোলপুরে আনা হবে বলে জানা যাচ্ছে প্রয়াত চিকিৎসক ডাঃ সুশোভন ব্যানার্জির ঘনিষ্ঠ সূত্রে।
Madhab Das