এবার এমন ভয়ঙ্কর বিতর্ক তৈরি হয়েছে শান্তিনিকেতন থানার অন্তর্গত কমলাকান্তপুরের আদিবাসী অধ্যুষিত কোঁড়া পাড়ায়। এই আদিবাসী অধ্যুষিত এলাকায় কম করে ৮০ টি পরিবার বসবাস করে। তাদের অভিযোগ একটি বেসরকারি সংস্থা জমি অধিগ্রহণ করেছে এবং সেই জমি বেআইনিভাবে ঘিরে ফেলার কাজ চালানো হচ্ছে। এর ফলে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে তাদের এই এলাকা বর্ষার সময় নদীগর্ভে চলে না যায়।
advertisement
আরও পড়ুনঃ আয়কর ভবনের সামনে সন্দেহজনক পরিত্যক্ত ব্যাগ, সিউড়িতে রাতভর বোমাতঙ্ক
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলেও জানিয়েছেন। প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরিপ্রেক্ষিতে সম্প্রতি রূপপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বিষয়টি অবৈধ বলে জানানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আপাতত পঞ্চায়েতের আধিকারিকদের তরফ থেকে সেই নির্মাণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ট্রেন বাতিলের প্রভাব তারাপীঠে, কমল ভক্তদের সমাগম
পঞ্চায়েত সদস্যদের তরফ থেকে জানা যাচ্ছে, বেসরকারি ওই সংস্থার দাবি, তাদের নাকি ১০ বিঘা মত জমি রয়েছে এই এলাকায়। সেই জমি নদীগর্ভে চলে গিয়েছে। প্রসঙ্গত, নিয়ম অনুসারে নদী পাড় থেকে ১০০ মিটার দূরত্ব পর্যন্ত মাটিকাটা অথবা কোন নির্মাণ কাজ তৈরি করা বেআইনী।
Madhab Das