একইভাবে ওই এলাকায় থাকা রবীন্দ্রপল্লী শিক্ষা নিকেতনের বৈদ্যুতিক আলো, ফ্যান সবকিছু পুড়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলে এতটাই আতঙ্ক ছড়ায় যে শিক্ষক শিক্ষিকারা পড়ুয়াদের ছুটি দিয়ে দেন। এছাড়াও আলো ও ফ্যান নষ্ট হয়ে যাওয়ার ফলে গরমে ও আলোর অভাবে পড়ুয়াদের ক্লাস করাটাও অসম্ভব হয়ে দাঁড়ায়।
আরও পড়ুনঃ সাত দিনে পা রাখল SBSTC কর্মীদের কর্ম বিরতি, বেজায় অসুবিধায় যাত্রীরা!
advertisement
স্কুলের শিক্ষিকা আঁখি মুখার্জি জানিয়েছেন, "প্রতিদিনের মতো আমরা এবং স্কুলের পড়ুয়ারা আজও স্কুলে এসেছিল। ঠিক যখন স্কুল শুরু হবে সেই সময় আলো ও ফ্যান চালু করতেই ধোঁয়া বের হতে শুরু করে। এমন পরিস্থিতি তৈরি হয় যে স্কুলের মধ্যে হইচই শুরু হয়ে যায়। এরপরেই আমরা পরিস্থিতি বেগতিক দেখে স্কুল ছুটি দিয়ে দিই। এখন আমরা মেকানিক ডেকেছি এই ইলেকট্রিক সরঞ্জাম ঠিক করার জন্য।"
আরও পড়ুনঃ মহালয়াতেই উদ্বোধন হল ১৫টি পূজোর! দেখে নিন তালিকা...
অন্যদিকে একই পরিস্থিতি এলাকার বেশ কয়েকটি বাড়িতেও। তাদের অভিযোগ, বিদ্যুতের কাজ করার সময় ভুল তার অথবা বেশি বিদ্যুৎ সরবরাহের ফলেই এমন ঘটনা ঘটেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় বেশ কিছুক্ষণের জন্য চাঞ্চল্য তৈরি হয়। পরিস্থিতি এমন তৈরি হয় যে তারা এলাকায় বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিতে শুরু করেন। যদিও এই বিষয়ে তা নিয়েও বিদ্যুৎ সরবরাহ অফিসের তরফ থেকে আশ্বাস পেয়ে আর বিক্ষোভে সামিল হন নি তারা।
Madhab Das