এর পাশাপাশি খুব তাড়াতাড়ি রামপুরহাটে একটি ভেন্যু তৈরি করে সেখানেও সপ্তাহে প্রতি রবিবার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই সিউড়িতে ৩০ জনের বেশি ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ নিতে শুরু করেছেন বলে জানিয়েছেন অল ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের বোলপুর মহকুমার সম্পাদক শুভাশীষ খামরাই।
আরও পড়ুনঃ আগামী সপ্তাহ থেকে বক্রেশ্বর ধামে আগত পুণ্যার্থীদের মানতে হতে পারে কড়া নিয়ম
advertisement
এছাড়াও সিউড়ি বিদ্যাসাগর কলেজে কলেজ কর্তৃপক্ষ এই অ্যাসোসিয়েশনের হাত ধরে মাসে দু'দিন অথবা আরও বেশি প্রশিক্ষণ শিবির ব্যবস্থা করার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ তপন কুমার পরিচ্ছা।
আরও পড়ুনঃ ভুবন বাদ্যকরের মুকুটে নয়া পালক! জুটল ইউটিউব সিলভার বটন
এছাড়াও বুধবার সিউড়ি বিদ্যাসাগর কলেজে এই অ্যাসোসিয়েশন এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনএসএস বিভাগের তরফ থেকে একদিনের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বুধবার আয়োজিত প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করা কলেজের এক ছাত্রী তমান্না দাস জানিয়েছেন, বহু অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছে এইভাবে দাবা প্রশিক্ষণ নিতে পেরে ভালো লাগছে।
Madhab Das