বিক্রেতারা জানান, এবছর জেলায় অত্যাধিক গরম পড়েছে। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে৷ সঙ্গে রয়েছে তাপপ্রবাহ। বেলার বাড়ার সঙ্গে শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: এই গরমে লেবুর সঙ্গে লেবুর খোসাও খেয়ে নিন! উপকার জানলে অবাক হবেন
আরও পড়ুন:
advertisement
তবে কাজের জন্য যারাই বেরোচ্ছেন, অধিকাংশরাই ঠান্ডা পানীয়ের দোকানে ভিড় করছেন৷ স্বাভাবিকভাবেই চাহিদা রয়েছে দোকানে। তবে কেবল সকালের দিকে নয়। সকাল থেকে একদম রাত ন'টা পর্যন্ত লস্যির বিকিকিনি হচ্ছে শহরে।
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 10:03 PM IST





