Birbhum News : নদীগর্ভে চাপা পড়েছিল ভয়ঙ্কর বিপদ! মাছ ধরার জালে আবার যা উঠে এল, দেখলে ভয়ে গলা শুকিয়ে যাবে

Last Updated:

Birbhum News : বুধবারই বোলপুরে নদী থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের একটি বো*মা নিষ্ক্রিয় করা হয়। কিন্তু ফের উদ্ধার হল সেই একই জিনিস।

স্থানীয়দের ভিড়
স্থানীয়দের ভিড়
বোলপুর, বীরভূম, ইন্দ্রজিৎ রুজ : একমাসের মধ্যেই ফের একই জিনিস। গত বুধবারই বোলপুরে অজয় নদ থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের একটি বো*মা নিষ্ক্রিয় করা হয়। কিন্তু ফের উদ্ধার হল সেই একই জিনিস। একই নদী থেকে আবার বোমা উদ্ধার করা হয়েছে। জেলেদের জালে উঠে এসেছে এই বস্তুটি। অনুমান করা হচ্ছে এটিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের বো*মা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জাহানাবাদ সংলগ্ন অজয় নদ থেকে মাছ ধরার জালে উঠে আসে একটি বিশাল আকারের পুরনো বো*মা। যে খবর পাওয়ার পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। অন্যদিকে খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে আসে পুলিশ। ইতিমধ্যেই জায়গাটি ঘিরে ফেলা হয়েছে। সেখানে কাউকে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন : বিসর্জনের শোভাযাত্রায় রণক্ষেত্র, পড়ল দেদার ইট, পাটকেল! রাস্তা নিয়ে বিবাদ, আহত ৫! ধুন্ধুমার কাণ্ড
পাশাপাশি উদ্ধার হওয়া বস্তুটি সম্পর্কে সঠিক তথ্য পেতে বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। পুরো এলাকাটিও ঘিরে ফেলা হয়েছে। এলাকায় রয়েছে পুলিশের টহলদারি। পাশাপাশি, পরপর দুটি একই ধরনের জিনিস উদ্ধার হওয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। সকলে অনুমান করছেন, এই বো*মাগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের যু*দ্ধাস্ত্র হতে পারে, যা বহু বছর ধরে নদীর তলদেশে চাপা ছিল।
advertisement
advertisement
আরও পড়ুন : মশাল হাতে গ্রামবাসীদের প্রতিরোধ, প্রাণ বাঁচাতে ‘লেজ গুটিয়ে’ পালিয়েছিল ডাকাত দল! ২০০ ধরে হচ্ছে শক্তি ও ঐক্যের আরাধনা
উল্লেখ্য, বৃহস্পতিবার জেলেদের জালে উঠে আসে এই বিশাল বস্তুটি। জাল টানার ভারী কিছু উঠে আসছে বুঝতে পারেন তাঁরা। কিন্তু বিশাকার এই বো*মা দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বো*মা উঠে এসেছিল। পানাগড় সেনা ছাউনি থেকে বিশেষজ্ঞদের দল গিয়ে গত বুধবারেই সেটি নিষ্ক্রিয় করে। কিন্তু বৃহস্পতিবার ফের সেই একই জিনিস উদ্ধার হল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News : নদীগর্ভে চাপা পড়েছিল ভয়ঙ্কর বিপদ! মাছ ধরার জালে আবার যা উঠে এল, দেখলে ভয়ে গলা শুকিয়ে যাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement