বিসর্জনের শোভাযাত্রায় রণক্ষেত্র, পড়ল দেদার ইট, পাটকেল! রাস্তা নিয়ে বিবাদ, আহত ৫! ধুন্ধুমার কাণ্ড
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Idol Immersion Clash : কালীপুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার কাণ্ড। ঘটনার জেরে আহত হয়েছেন একই গ্রামের পাঁচজন। বীরভূমের দুবরাজপুরের ভালুকা গ্রামের ঘটনা।
দুবরাজপুর, বীরভূম, সুপ্রতিম দাস : কালীপুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার কাণ্ড। ঘটনার জেরে আহত হয়েছেন একই গ্রামের পাঁচজন। বীরভূমের দুবরাজপুরের ভালুকা গ্রামের ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে াটক করেছে পুলিশ। কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা যাওয়ার সময় গ্রামবাসীদের সঙ্গে এলাকার একটি পরিবারের মধ্যে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। তারপরেই এমন ঘটনা।
বীরভূমের দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের ভালুকা গ্রামে কালীপুজোর বিসর্জন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দুপক্ষের অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত ভালুকা গ্রাম। গ্রামজুড়ে বিসর্জনের পর থেকেই থমথমে পরিবেশ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই গ্রামের একটি রাস্তাকে কেন্দ্র করে গ্রামবাসীদের একাংশের সঙ্গে চিত্তরঞ্জন মহাদানী নামে এক পরিবারের বিবাদ চলছে। আর সেই বিবাদ থেকেই এমন ঘটনা বলে দাবি করছেন অনেকে।
advertisement
আরও পড়ুন : শুধু রোপন করে দায়িত্ব শেষ নয়, ফোঁটা দিয়ে ভাইয়ের মত গাছ রক্ষার আবেদন! পরিবেশ রক্ষায় পুলিশের উদ্যোগ
গ্রামবাসীদের অভিযোগ, ওই রাস্তায় বিসর্জনের শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় তাদের ওপর ছাদ থেকে ইট পাটকেল ছোঁড়ে ওই পরিবার। যদিও অপরপক্ষের অভিযোগ, তারা বাড়ির সামনে দাঁড়িয়ে ঠাকুর বিসর্জন দেখছিলেন। সেই সময় অন্ধকারের সুযোগে তাঁদের ওপর আক্রমণ করেন গ্রামবাসীরা। ইট, পাটকেল ছোঁড়ার পাশাপাশি মারধরের এবং গাড়ি ও বাড়ি ভাঙচুর অভিযোগ করেছেন বুলা মহাদানী।
advertisement
advertisement
আরও পড়ুন : মশাল হাতে গ্রামবাসীদের প্রতিরোধ, প্রাণ বাঁচাতে ‘লেজ গুটিয়ে’ পালিয়েছিল ডাকাত দল! ২০০ ধরে হচ্ছে শক্তি ও ঐক্যের আরাধনা
এই ঘটনার জেরে দুপক্ষের পাঁচজন জখম হয়েছেন। তাদের প্রত্যেককেই দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে কালীপুজোর বিসর্জনের সময় এই ঘটনা দেখে হতবাক গ্রামবাসীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
October 24, 2025 10:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিসর্জনের শোভাযাত্রায় রণক্ষেত্র, পড়ল দেদার ইট, পাটকেল! রাস্তা নিয়ে বিবাদ, আহত ৫! ধুন্ধুমার কাণ্ড

