Deadly Carbide Gun: চোখের দৃষ্টিশক্তি একেবারে খেয়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কার্বাইড গান! কীভাবে বারুদের সঙ্গে ধাতুর টুকরো ঠেসে তৈরি, মারণ বাজিতে আহত লাফিয়ে লাফিয়ে বাড়ছে

Last Updated:

Deadly Carbide Gun: নতুন বাজি কার্বাইড গান, ফাটাতে গিয়ে যা হচ্ছে শুনলে ভিড়মি খাবেন

কার্বাইড গান
কার্বাইড গান
বীরভূম: বর্তমানে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে অনেকের ফোনেই ফুটে উঠেছে ‘কার্বাইড গান’ এর ভিডিও। এই ভিডিওই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। আর এই ট্রেন্ডিং বিপদে ডেকে আনছে বর্তমান যুবসমাজের উপর। প্লাস্টিক বা টিনের পাইপের মধ্যে অথবা প্লাস্টিকের বোতলের ভেতরে কার্বাইড বারুদ দেশলাইয়ের বারুদ পূর্ণ মাথা, কিছু ধাতব টুকরো মিশিয়ে দেওয়া হচ্ছে।
এরপরেই একটি নির্দিষ্ট ছিদ্র করে সেখানে গুঁজে দেওয়া হচ্ছে গ্যাস জ্বালানোর লাইটার। সেই লাইটারে চাপ দিলেই হচ্ছে বিস্ফোরণ। চলতি বছর দীপাবলীর বেশ কয়েকদিন আগে থেকেই এই কার্বাইড গান বেশ ট্রেন্ডিং এ রয়েছে। আর এই কার্বাইড গান এর ফলে দৃষ্টিশক্তি হারিয়েছে এখনও পর্যন্ত ১২ জনেরও বেশি। প্রশাসন সূত্রে খবর গোটা বীরভূম জুড়ে আহত হয়েছেন প্রায় ৩০ জনেরও বেশি।
advertisement
advertisement
এবারের দীপাবলিতে আতশবাজির মধ্যে ‘হিট’ বাজি ছিল কার্বাইড গান বা এগ্রি-ক্যানন। এই বাজি ফাটাতে গিয়েই এহেন ভয়ংকর পরিস্থিতির শিকার হয়েছে শিশুসহ যুবকেরা। অনলাইনে দেদার বিক্রি হচ্ছে কার্বাইড গান, পিভিসি মাঙ্কি রিপেলার গান হিসাবে। এই বছর অনেকে বাজির বিকল্প হিসাবে বেছে নিয়েছিলেন এই বন্ধুক। অনলাইনে যেখানে ৫০০ থেকে ১০০০ টাকা দাম, সেটাই খোলা বাজারে বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়।
advertisement
তবে কী এই গান! কার্বাইড গান মূলত কৃষকরা ক্ষেত থেকে বাঁদর ও পাখি তাড়াতে ব্যবহার করে থাকেন। যা ক্যালসিয়াম কার্বাইড, গান পাউডার ও দেশলাইয়ের উপরের অংশ দিয়ে তৈরি হয়। এর মধ্যে জল দিলে ক্যালসিয়াম কার্বাইড অ্যাসিটিলিন গ্যাস উৎপাদন করে, যার জেরে তীব্র বিস্ফোরণ হয়।
এই বিস্ফোরণের ফলে প্রচন্ড উত্তাপ তৈরি হয়, এর সঙ্গে ছড়ায় বিষাক্ত গ্যাস। ভেঙে টুকরোও ছিটতে পারে চোখে-মুখে। বীরভূমে সেটাই হয়েছে।অধিকাংশেরই অ্যালকালাই ইনজুরি হয়েছে, যার কারণে স্থায়ী বা চিরতরে ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষজ্ঞ এবং প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে আপনাদের বাড়ির ছেলে অথবা মেয়েদের এই সমস্ত কার্বাইড গান থেকে দূরে রাখার জন্য।
advertisement
Souvik Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Deadly Carbide Gun: চোখের দৃষ্টিশক্তি একেবারে খেয়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং কার্বাইড গান! কীভাবে বারুদের সঙ্গে ধাতুর টুকরো ঠেসে তৈরি, মারণ বাজিতে আহত লাফিয়ে লাফিয়ে বাড়ছে
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement