ব্যান্ড, বাজনা, বাজির রোশনাই থেকে উদ্দাম নাচ! ঠাকুমার শেষযাত্রায় অবাক কাণ্ড সিউড়িতে

Last Updated:

শেষ ইচ্ছায় চমক সিউড়িতে। ৭৬ বছরের ঠাকুমাকে কান্নায় নয়, হাসি, ব্যান্ড বাজনা আর বাজির আওয়াজে বিদায়! শোকের শোভাযাত্রা নয়, আনন্দের মিছিল দেখল বারুইপুর গ্রাম।

+
সিউড়ির

সিউড়ির বারুইপুর গ্রাম

সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের সিউড়ির বারুইপুরে শনিবার দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। কোথাও কান্না নেই, নেই বিষণ্ণ মুখ। বরং হাসি, ব্যান্ড বাজনা আর বাজির আওয়াজে মুখরিত এক শেষযাত্রা! কারণ, ৭৬ বছরের ক্যালেন্দিস মাল মৃত্যুর আগে নিজেই বলে গিয়েছিলেন “আমায় কান্নায় নয়, হাসিতে বিদায় দিও।” আর সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করলেন তাঁর নাতনি-নাতজামাইরা। শেষ যাত্রা যেন উৎসবের মতো। কেউ ব্যান্ড বাজাচ্ছে, কেউ বাজি ফাটাচ্ছে, কেউ আবার ঠাকুমার ছবির সামনে নেচে উঠছে। দর্শনার্থীরাও অবাক, এ কেমন শেষযাত্রা? কিন্তু পরিবারের সদস্যরা বলছেন, “এটাই ছিল ঠাকুমার শেষ ইচ্ছা।”
আরও পড়ুন: এমআরআই হবে আরও সহজ, বাজারে আসছে পোর্টেবল ডিভাইস!
ক্যালেন্দিস মাল অনেক আগেই জানিয়ে রেখেছিলেন, মৃত্যুর পর কেউ যেন চোখের জল না ফেলে। বরং সবাই যেন আনন্দ করে, যেন তাঁর বিদায় হয় হাসিতে, নয় শোকে।
সেই মতোই নাতি-নাতনিরা ব্যান্ড পার্টি ডেকে, বাজি ফাটিয়ে, শ্মশান পর্যন্ত ঠাকুমাকে পৌঁছে দেন আনন্দ আর আবেগের মিশ্রণে।
advertisement
advertisement
নাতজামাই জয়দেব মাল বলেন, “ঠাকুমা নিজে আমায় বলে গিয়েছিলেন, আমি মারা গেলে যেন ব্যান্ড বাজনা হয়, বাজি ফাটানো হয়। তিনি চাইতেন আনন্দে যেতে। তাই আমরা আজ তাঁর কথা রাখলাম, আমাদেরও ভাল লাগছে যে তাঁর ইচ্ছা পূরণ করতে পারলাম।” নাতি রবিন মাল বলেন, “আমরা আগে থেকেই ঠিক করেছিলাম, ঠাকুমা মারা গেলে আমরা কান্না করব না, আনন্দ করব। ঠাকুমাই বলেছিলেন, ‘তোরা আনন্দ করিস।’ আজ আমরা তাই করেছি। সবাই মিলে ঠাকুমাকে আনন্দে বিদায় দিয়েছি।”
advertisement
সিউড়ির বারুইপুর গ্রামে এখন সবার মুখে একটাই কথা “এমন শেষযাত্রা কেউ দেখেনি আগে!” শোকের দিনে আনন্দের বার্তা ছড়িয়ে দিলেন ক্যালেন্দিস মাল। তাঁর জীবনের শেষ ইচ্ছাই যেন শেখাল মৃত্যুতেও হাসি থাকতে পারে, যদি থাকে ভালোবাসা আর মানসিক শক্তি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ব্যান্ড, বাজনা, বাজির রোশনাই থেকে উদ্দাম নাচ! ঠাকুমার শেষযাত্রায় অবাক কাণ্ড সিউড়িতে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement