UAN নম্বর ভুলে গেছেন! চিন্তা নেই

এটা ১২ সংখ্যার ইউনিক নম্বর যা কর্মচারীকে ভবিষ্যৎ তহবিল সংস্থা প্রদান করে। 

একজন কর্মী একাধিকবার চাকরি পরিবর্তন করলেও তাঁর ইউএএন একই থাকে। 

এই নম্বরের মাধ্যমেই প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের যাবতীয় বিবরণ পাওয়া যায়।

ইউএএন নম্বর পুনরুদ্ধার করার ৩টি সহজ উপায় রয়েছে – অনলাইন, মিসড কল বা এসএমএস।

তবে এর জন্য কর্মীকে তাঁর মোবাইল নম্বর ইপিএফও-তে নিবন্ধন করতে হবে। এবং সম্পূর্ণ করতে হবে কেওয়াইসি।

প্রথমে যেতে হবে ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইটে।

এরপর ডান দিকে সার্ভিসেস বিভাগে ক্লিক করতে হবে।

সেখানে রয়েছে ‘মাই এমপ্লয়িজ’ অপশন। সেখানে ক্লিক করতে হবে।

একটা নতুন উইন্ডো ওপেন হবে। নিচে স্ক্রোল করে নামলে ডান দিকে আসবে ‘সার্ভিস’ বিভাগ। সেখানে ঢুকে ‘ইউএএন/অনলাইন সার্ভিস (ওসিএস/ওটিসিপি)’-তে ক্লিক করতে হবে।

এবার ‘ইমপর্ট্যান্ট লিঙ্কস’-এর ভিতর ক্লিক করতে হবে ‘নো ইওর ইউএএন’ অপশনে।

এবার আরেকটা উইন্ডো খুলবে। এখানে নিবন্ধিত ফোন নম্বর এবং ক্যাপচা কোড লিখতে হবে।

এরপর আসবে ওটিপি। সেটা পূরণ করার পর দিতে হবে নাম, জন্ম তারিখ, আধার নম্বর ইত্যাদির বিবরণ।

এবার ‘শো মাই ইউএএন’-এ ক্লিক করলেই স্ক্রিনে চলে আসবে ইউএএন নম্বর।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন