অন্যান্য জেলার পাশাপাশি আগামী শুক্রবার ৭ অক্টোবর বীরভূমের সিউড়িতে আয়োজিত হতে চলেছে এই দুর্গা পুজোর কার্নিভালের। এই কার্নিভাল আয়োজিত হবে সিউড়ির সার্কিট হাউস মোড়ে। ঠিক বিকাল পাঁচটায় এই কার্নিভাল শুরু হবে বলে জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। এই কার্নিভালে এক ডজনের বেশি পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা নিয়ে হাজির হবেন বলেও জানা যাচ্ছে বীরভূম জেলা প্রশাসন সূত্রে।
advertisement
আরও পড়ুনঃ সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস ট্রেনের সময় সূচিতে বদল! দেখে নিন নতুন সূচি
সিউড়ি শহর ছাড়াও যে সকল পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে সেখান থেকেও বেশ কিছু উল্লেখযোগ্য পূজোর প্রতিমা এই কার্নিভালে অংশগ্রহণ করবে। প্রতিমা নিয়ে কার্নিভালের পাশাপাশি থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা। বৃহস্পতিবার থেকে এই কার্নিভাল ঘিরে শুরু হয়েছে চরম তৎপরতা। প্যান্ডেল মালিক থেকে শুরু করে কর্মীরা তাদের কাজ শুরু করেছেন। অন্যদিকে রাস্তার ধারে যে সকল আগাছা রয়েছে সেগুলি কেটে ফেলার কাজ চলছে।
আরও পড়ুনঃ পাঁচ বছরের শিশু হত্যাকাণ্ড, নারকীয় ঘটনায় ফাঁসির দাবি মোলডাঙ্গা গ্রামবাসীদের
এছাড়াও যাতে দর্শনার্থীরা সুষ্ঠুভাবে এই কার্নিভাল দেখার সুযোগ পান তার জন্য নির্দিষ্ট জায়গায় ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং এখন থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্নিভালের দিন সিউড়ির বেনীমাধব স্কুল মাঠে প্রতিমাগুলিকে আনা হবে এবং তারপর সেগুলি সার্কিট হাউস মোড়ের দিকে রওনা দেবে। কার্নিভালে অংশগ্রহণ করার পর সেগুলি এসপি মোড় পৌঁছে যাবে এবং সেখান থেকে পুজো উদ্যোক্তারা নিজের নিজের প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য রওনা দেবেন।
Madhab Das