Birbhum News: সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস ট্রেনের সময় সূচিতে বদল! দেখে নিন নতুন সূচি

Last Updated:

দীর্ঘ কয়েক বছরের দাবি দাওয়া মেনে গত ৩১ জুলাই সিউড়ি শিয়ালদা এবং শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস ট্রেন চালু করে ভারতীয় রেল। ট্রেনটির ভার্চুয়ালি সূচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

#বীরভূম : দীর্ঘ কয়েক বছরের দাবি দাওয়া মেনে গত ৩১ জুলাই সিউড়ি শিয়ালদা এবং শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস ট্রেন চালু করে ভারতীয় রেল। ট্রেনটির ভার্চুয়ালি সূচনা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর পাশাপাশি এই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে সিউড়িতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্যরা। সিউড়ি থেকে সকালে শিয়ালদা অথবা হাওড়া পৌঁছানোর সেরকম কোনো ভালো ট্রেন না থাকার ফলে এই ট্রেনের সূচনার পর সিউড়ির বাসিন্দারা উপকৃত হন। তবে সম্প্রতি এই ট্রেনের সময়সূচিতে বিরাট পরিবর্তন আনা হয়েছে। যদিও ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হলেও শিয়ালদা পৌঁছানোর ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা হলেও দেরি হবে যাত্রীদের।
১৩১৮০ সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস ট্রেন : নতুন সূচি অনুযায়ী এখন এই ট্রেনটি সিউড়ি থেকে ছাড়বে ভোর ৫:১০ মিনিটে। দুবরাজপুর স্টেশন পৌঁছাবে ৫:২৫ মিনিটে। অন্যান্য রেলস্টেশন গুলিতে শিয়ালদা যাওয়ার পথে যে সময়সূচী দেওয়া হয়েছে তা হল পাণ্ডবেশ্বর ৫:৪০, অন্ডাল ৬:১২, দুর্গাপুর ৬:২৯, পানাগড় ৬:৪৩, বর্ধমান ৭.২৮, ব্যান্ডেল ৮:৩০, নৈহাটি ৮:৫২ এবং শিয়ালদা ১০:০৫। আগে এই ট্রেনটি সিউড়ি থেকে ছাড়তো ভোর ৫:২০ মিনিটে।
advertisement
advertisement
১৩১৭৯ শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস ট্রেন : শিয়ালদা থেকে ট্রেনটি ছাড়বে বিকাল ৫:১৫ মিনিটে। নৈহাটি এসে পৌঁছাবে সন্ধ্যা ৬:০৬ মিনিটে। পরবর্তী রেল স্টেশনগুলিতে ট্রেনটি পৌঁছানোর সময় হল ব্যান্ডেল সন্ধ্যা ৬:৩২, বর্ধমান সন্ধ্যা ৭ঃ৩৩, পানাগর রাত ৮:২৫, দুর্গাপুর রাত ৮:৩৭, অন্ডাল রাত ৯:০৩, পাণ্ডবেশ্বর রাত ৯:৩১, দুবরাজপুর রাত ৯:৪৬ মিনিট এবং সিউড়ি এসে পৌঁছাবে রাত ১০:১৫ মিনিটে। শিয়ালদা থেকে সিউড়ির উদ্দেশ্যে ট্রেনটি ছাড়তো বিকাল ৫:২৫ মিনিটে।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস ট্রেনের সময় সূচিতে বদল! দেখে নিন নতুন সূচি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement