Birbhum Durga Puja 2022 II তারাপীঠে কুমারী পূজো, ২০০ কুইন্টাল বেল কাঠ দিয়ে মহাযজ্ঞ

Last Updated:

বীরভূমে যে সকল তীর্থক্ষেত্র রয়েছে তার মধ্যে অন্যতম হল তারাপীঠ। বছরের বিভিন্ন সময় এই শক্তি পিঠের টানে দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন হয়ে থাকে। তারা মা এখানে কেবল দেবী কালিকা রূপে পূজিত হন এমন নয়।

#বীরভূম : বীরভূমে যে সকল তীর্থক্ষেত্র রয়েছে তার মধ্যে অন্যতম হল তারাপীঠ। বছরের বিভিন্ন সময় এই শক্তি পিঠের টানে দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন হয়ে থাকে। তারা মা এখানে কেবল দেবী কালিকা রূপে পূজিত হন এমন নয়। এর পাশাপাশি বছরের বিভিন্ন সময় তিনি কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, কখনো জগদ্ধাত্রী রূপে পূজিত হয়ে থাকেন। ঠিক সেই রকমই দুর্গাপুজোর সময় তারা মা দেবী দুর্গা রূপে পূজিত হন। দীর্ঘদিন ধরেই তারা মা দেবী দুর্গা রূপে দুর্গাপুজোর সময় পূজিত হওয়ার পাশাপাশি এই বছর এই তারাপীঠে কুমারী পূজার আয়োজন করা হয়।
বহু বছর আগেও এখানে কুমারী পূজার আয়োজন করা হতো বলে জানা যাচ্ছে মন্দির কমিটিদের তরফ থেকে। তবে মাঝে তা বন্ধ ছিল। চলতি বছর পুনরায় তারাপীঠ মন্দির কমিটির সদস্যদের সহযোগিতায় পুনরায় এই কুমারী পুজোর আয়োজন করা হয়। তারাপীঠ মন্দিরের সেবায়েত এবং মন্দির কমিটির সদস্যরা আশা করছেন এরপর থেকে বছরের পর বছর ধরে এই কুমারী পূজো চলবে।
advertisement
আরও পড়ুনঃ একদিকে মুষলধারে বৃষ্টি! অন্যদিকে জয়তারা উৎসবে মাতল দুবরাজপুর
এছাড়াও তারাপীঠে সোমবার মহাষ্টমীর দিন মহাযজ্ঞের আয়োজন করেন তারাপীঠ মন্দির কমিটির সদস্যরা। যে মহাযজ্ঞে এলাকার বাসিন্দারা ছাড়াও দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন এবং অংশগ্রহণ করেন। ১০০১টি বেলপাতা, ২০০ কুইন্টাল বেল কাঠ এবং দু টিন ঘি সহযোগে এই মহাযজ্ঞ আয়োজিত হয়। এই মহাযজ্ঞে যে সকল ভক্তরা অংশগ্রহণ করেছিলেন তাদের উদ্দেশ্য করে একটি করে বেলপাতা নিবেদন করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিশ্ব বাংলা শারদ সম্মান পেল বীরভূমের কোন কোন পুজো কমিটি? জানুন
দুর্গা পুজোয় দুর্গাপুজোর জন্য এখানে আলাদা করে দেবী দুর্গার কোন প্রতিমা তৈরি করা না হলেও চার দিন তারা মাকেই দেবী দুর্গা হিসাবে এখানে পূজা করা হয়। এলাকার বাসিন্দারা এবং দূর-দূরান্ত থেকে আগতরা এই পুজোর কয়েক দিন এখানেই পুজো অর্চনা করেন এবং ভোগ গ্রহণ করে থাকেন।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum Durga Puja 2022 II তারাপীঠে কুমারী পূজো, ২০০ কুইন্টাল বেল কাঠ দিয়ে মহাযজ্ঞ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement