Birbhum News: পাঁচ বছরের শিশু হত্যাকাণ্ড, নারকীয় ঘটনায় ফাঁসির দাবি মোলডাঙ্গা গ্রামবাসীদের

Last Updated:

গত ১৮ সেপ্টেম্বর বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গা গ্রামের পাঁচ বছরের শিশু শিবম ঠাকুর নিখোঁজ হন তার বাড়ির পাশ থেকে।

+
title=

#বীরভূম : গত ১৮ সেপ্টেম্বর বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গা গ্রামের পাঁচ বছরের শিশু শিবম ঠাকুর নিখোঁজ হন তার বাড়ির পাশ থেকে। নিখোঁজ হওয়া ওই শিশুর মৃতদেহ ঠিক তার নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় উদ্ধার হয় পাশের বাড়ি রুবি বিবির অ্যাডবেস্টারের ছাউনি থেকে। ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত রুবি বিবি এবং তার মা সুফিয়া বিবিকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। পরে তাদের আদালতে পেশ করা হলে আট দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে এই ঘটনার পর অভিযুক্তদের আট দিনের পুলিশি হেফাজত শেষ হয় বৃহস্পতিবার। পুনরায় তাদের বোলপুর মহকুমা আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। তাদের বিরুদ্ধে আগে যে সকল মামলা রুজু করা হয়েছিল তার সঙ্গে ৩৬৪ ধারা রুজু করা হয়। তবে এলাকার বাসিন্দারা দোষীদের খুব তাড়াতাড়ি শাস্তির দাবি তুলছেন। শাস্তি দাবি তোলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের ফাঁসির দাবি তুলছেন এলাকার বাসিন্দারা। যেভাবে পাঁচ বছরের শিশু শিবম ঠাকুরকে নিশংসভাবে খুন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এলাকার বাসিন্দারা অভিযুক্তদের ফাঁসি ছাড়া অন্য কোন শাস্তি মেনে নিতে চাইছেন না।
advertisement
আরও পড়ুনঃ মোলডাঙ্গায় শিশু হত্যাকাণ্ডে ফের অসন্তোষ গ্রামের বাসিন্দাদের!
এরই পরিপ্রেক্ষিতে এদিন সকালে মোলডাঙ্গা গ্রাম থেকে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিতে একটি মিছিল বের করেন এলাকার বাসিন্দারা। সেই মিছিলটি মোলডাঙ্গা গ্রাম থেকে বোলপুর মহকুমা আদালত পর্যন্ত আসে। মিছিলে অংশগ্রহণকারী এলাকার বাসিন্দাদের একটাই দাবি ফাঁসি ছাড়া কোন শাস্তি হতে পারে না এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা রুবি বিবি এবং তার মা সুফিয়া বিবির।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিষিদ্ধ প্লাস্টিক বিক্রি করে জরিমানার সম্মুখীন দুই ব্যবসায়ী
প্রসঙ্গত, শিবম ঠাকুর নিখোঁজ হওয়ার দিন তার বাড়ির পাশে থাকা একটি দোকানে বিস্কুট কিনতে গিয়েছিল। সেই সময়ই তাকে অপহরণ করা হয় এবং তারপর তাকে খুন করা হয়। অভিযুক্ত রুবি বিবি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের এবং সেই সম্পর্কে শিবম ঠাকুরের বাবা শম্ভু ঠাকুর বাধার কারণ হয়ে দাঁড়ানোর কারণেই এমন ঘটনা ঘটান তিনি। এমনকি ভাইরাল হওয়া একটি ভিডিওতেও রুবি বিবি স্বীকার করেছেন তিনি নিজের হাতেই খুন করেছেন শিবমকে।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পাঁচ বছরের শিশু হত্যাকাণ্ড, নারকীয় ঘটনায় ফাঁসির দাবি মোলডাঙ্গা গ্রামবাসীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement