Birbhum News: নিষিদ্ধ প্লাস্টিক বিক্রি করে জরিমানার সম্মুখীন দুই ব্যবসায়ী
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
৭৫ মাইক্রোনের নিচে যাতে কোন ধরনের প্লাস্টিক ব্যবহার না করা হয় তার জন্য সরকারি তরফ থেকে একাধিকবার প্রচার চালানো হয়েছে।
#বীরভূম : ৭৫ মাইক্রোনের নিচে যাতে কোন ধরনের প্লাস্টিক ব্যবহার না করা হয় তার জন্য সরকারি তরফ থেকে একাধিকবার প্রচার চালানো হয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই ধরনের নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার অব্যাহত। এই ধরনের নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার ঠেকাতে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় অভিযানও চালানো হচ্ছে। এযাবৎ অভিযান চালানো হলেও বীরভূমের সিউড়ি শহরে কোথাও কাউকে জরিমানার সম্মুখীন হতে হয়নি। তবে এবার সরাসরি জরিমানার সম্মুখীন হতে হল দুই ব্যবসায়ীকে।
গত দুদিন ধরে এই অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে সিউড়ি আরটি মোড় এলাকায় দুই ব্যবসায়ীকে এমন জরিমানা করা হয়। এই দুই ব্যবসায়ী এই ধরনের নিষিদ্ধ প্লাস্টিক অন্যান্য খুচরো বিক্রেতাদের বিক্রি করে থাকেন বলে অভিযোগ। তারই পরিপ্রেক্ষিতে তাদের দোকানে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক এই নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয় এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
advertisement
আরও পড়ুনঃ পাঁচ বছরের শিশু হত্যাকাণ্ড, নারকীয় ঘটনায় ফাঁসির দাবি মোলডাঙ্গা গ্রামবাসীদের
সিউড়ি মিউনিসিপ্যালিটির আধিকারিকরা এই অভিযানে নেমে তাদের জরিমানা করেন। তবে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ব্যবসায়ী প্রথমে জানতেই পারেননি তাকে জরিমানা করা হয়েছে। বেশ কিছুক্ষণ পরে তাদের মধ্যে এক ব্যবসায়ী জানতে পারেন তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে মিউনিসিপালটির আধিকারিকদের তরফ থেকে। এমন জরিমানার পরিপ্রেক্ষিতে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান প্রণব কর জানিয়েছেন, সিউড়ি পৌরসভার তরফ থেকে একাধিকবার সচেতনতা মূলক প্রচার চালানো হয়েছে। তা সত্ত্বেও অনেকেই রয়েছেন যারা এই বিষয়ে সতর্ক হননি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মহালয়াতেই উদ্বোধন হল ১৫টি পূজোর! দেখে নিন তালিকা...
প্রথম দিকে কাউকেই জরিমানার সম্মুখীন করা না হলেও এখন তারা বাধ্য হচ্ছেন জরিমানা করতে। আগামী দিনেও এই ধরনের অভিযান চালানো হবে এবং সেই অভিযানের পরিপ্রেক্ষিতে যদি কেউ নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করা অবস্থায় ধরা পড়েন তাহলে তাকে জরিমানার সম্মুখীন হতে হবে। এছাড়াও ৭৫ মাইক্রনের উপরে নয় এমন ভুয়ো স্ট্যাম্প লাগানো প্লাস্টিকও ব্যবহার করা হচ্ছে। অভিযান চালানকালীন সেই ধরনের প্লাস্টিক ধরা পড়লেও জরিমানার সম্মুখীন হতে হবে ব্যবহারকারীকে।
advertisement
Madhab Das
Location :
First Published :
September 30, 2022 2:27 PM IST