যতদিন না তারা তাদের প্রাপ্য টাকা পাবেন ততদিন তারা তাদের এই ভ্যাকসিন সরবরাহের কাজ বন্ধ রাখবেন বলেও জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে তারা পুনরায় বৃহস্পতিবার ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত জমা দেন। তারা এই ব্লকের চকমন্ডলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ২৭ টি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সরবরাহ করে থাকেন। সেই সকল ভ্যাকসিনের মধ্যে যেমন কোভিড ১৯ ভ্যাকসিন রয়েছে, ঠিক তেমনি রয়েছে পোলিও, পেনটা ইত্যাদি।
advertisement
আরও পড়ুনঃ অবশেষে স্বপ্নপূরণ! শতাব্দী প্রাচীন বিশালাকার ঘড়ি পেল হেরিটেজ তকমা
এদিকে ভ্যাকসিন সরবরাহের কাজ বাহকেরা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়বে ব্লকের ২৭ টি স্বাস্থ্য কেন্দ্র। সেইসব স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন ভ্যাকসিন প্রতিনিয়ত পৌঁছে দেন এই এবিডি ভ্যাকসিন বাহকেরা। তাদের অভিযোগ, প্রায় ৫০ কিলোমিটার সাইকেল চালিয়ে ভ্যাকসিন পৌঁছানোর কাজ করলেও সান্মানিক মেলে দিন পিছু ১৬৫ টাকা। সেই টাকাও দীর্ঘ নয় মাস থেকে পাচ্ছেন না। তাই টাকা না পেলে তারা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ বন্ধ রাখলেন। তাদের আরও দাবী দৈনিক ষান্মাসিক বৃদ্ধি করতে হবে।
আরও পড়ুনঃ শিশু হত্যার পর শ্মশানের নিস্তব্ধতা শান্তিনিকেতনের মোলডাঙ্গায়
এই সকল এবিডি কর্মীদের বকেয়া টাকার কথা স্বীকার করে নিয়েছেন রামপুরহাটের চকমন্ডলা স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডাঃ সপ্তর্ষি কীর্তনীয়া। তিনি জানিয়েছেন, তাদের এই টাকা রাজ্য থেকে আসে। টাকা এলেই আমরা তাদের দিয়ে দিই। এখন টাকা না আসার ফলে আমরা তা দিতে পারিনি। তবে তারা যদি তাদের কাজ বন্ধ করে দেন তাহলে সবাইকে সমস্যায় পড়তে হবে।
Madhab Das