Birbhum News: শিশু হত্যার পর শ্মশানের নিস্তব্ধতা শান্তিনিকেতনের মোলডাঙ্গায়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গত রবিবার শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গা গ্রামের পাঁচ বছরের শিশু শুভম ঠাকুর নিখোঁজ হয়। তার মৃতদেহ উদ্ধার হয় মঙ্গলবার দুপুরবেলা প্রতিবেশীর বাড়ি ছাউনিতে।
#বীরভূম : গত রবিবার শান্তিনিকেতন থানার অন্তর্গত মোলডাঙ্গা গ্রামের পাঁচ বছরের শিশু শুভম ঠাকুর নিখোঁজ হয়। তার মৃতদেহ উদ্ধার হয় মঙ্গলবার দুপুরবেলা প্রতিবেশীর বাড়ি ছাউনিতে। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি এলাকার উত্তেজিত জনতারা অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে ঘটনাস্থলে খোদ পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠীকে পৌঁছাতে হয়। এই ঘটনার পর আজও থমথমে মোলডাঙ্গা গ্রাম।
বুধবার মৃত শুভম ঠাকুরের মৃতদেহ বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ময়না তদন্তের পর কঙ্কালীতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় করা হয়। অন্যদিকে বুধবার গ্রামের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে এলাকায় আসেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যদিও গ্রামবাসীরা এই ঘটনাকে রাজনীতি মুক্ত রাখার জন্য তাকে প্রবেশ করতে দেননি। তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাকে গ্রামে ঢুকতে বাধা দেন গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুনঃ সাঁইথিয়ায় ডাকাতির ঘটনার তদন্তে সাফল্য, পুলিশের জালে পাঁচ ডাকাত
অন্যদিকে এই শিশু হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আগেই গ্রেফতার রুবি বিবি এবং তার মা সুফিয়া বিবিকে বুধবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। তাদের পুলিশ ১০ দিনের হেফাজত চাইলে বিচারক আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে যে সকল মামলা রুজু করা হয়েছে সেগুলি হল ৩৬৩, ৩৬৫, ৩০২, ২০১, ১২০পি। গ্রামের বাসিন্দারা এই শিশু হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবি করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার পাশের বাড়ির ছাদে! আগুন জ্বলছে এলাকায়
অন্যদিকে ঘটনার পর থেকেই এখন মোলডাঙ্গা গ্রাম থমথমে আকার নিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। বিভিন্ন জায়গায় পুলিশি প্রিকেট বসানো হয়েছে যাতে নতুন করে কোন উত্তেজনা না ছড়ায়। এলাকার কেউই এইভাবে ওই শিশুর মৃত্যু মেনে নিতে পারছেন না। পাশাপাশি তারা এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত, কীভাবে বাড়ির পাশ থেকে ওই শিশুকে অপহরণ করে গলা কেটে খুন করা হল তা নিয়েই!
advertisement
Madhab Das
Location :
First Published :
September 22, 2022 2:26 PM IST