আজব কায়দায় সিন্থেসাইজার বাজানো ওই ব্যক্তি হলেন নবকুমার কোঁড়া। তিনি জন্মগতভাবে বোলপুরের পাঁচশোয়া গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সিউড়ির তিলপাড়া এলাকায়। এক সময় তিনি রেলের অস্থায়ী কর্মী ছিলেন। তবে করোনাকালে তাকে সেই কাজ হারাতে হয়। রেলের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করার পাশাপাশি দীর্ঘদিন ধরেই তিনি একটি ব্যান্ড পার্টি তৈরি করেছেন এবং সেই ব্যান্ড পার্টি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
advertisement
আরও পড়ুনঃ দু’টি আগ্নেয়াস্ত্র ও ছ’টি কার্তুজ সহ অনুব্রত মণ্ডলের গ্রামে গ্রেফতার দুই
রেলের অস্থায়ী কাজ হারানোর পর এই ব্যান্ড পার্টিই তার আয়ের অন্যতম সম্বল হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি তিনি অন্যের কাছে জমি লিজ নিয়ে চাষবাসের কাজও করছেন। এইভাবেই বিভিন্ন দিক দিয়ে রোজগার করে সংসার চলছে তার। নবকুমার কোঁড়া জানিয়েছেন, তিনি এইভাবে আজব কায়দায় সিন্থেসাইজার বাজিয়ে মানুষের মন জয় করে থাকেন এবং তারা অনেকেই এই নতুন ধরনের সিন্থেসাইজার বাজানো দেখে তাকে আর্থিক পুরস্কার দিয়ে থাকেন।
আরও পড়ুনঃ তারাপীঠ না এসেই তারা মায়ের পুজো দিতে চান! জেনে নিন সঠিক পদ্ধতি
এই পুরস্কার তার কাছে বাড়তি পাওনা। তিনি কয়েক দশক ধরেই এইভাবে সিন্থেসাইজার বাজাচ্ছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তাকে ডাক দেওয়া হয় সিন্থেসাইজার বাজানোর জন্য। নবকুমার কোঁড়া সিন্থেসাইজার বাজানোর পাশাপাশি ভালো ঢোল বাজাতে পারেন। এছাড়াও তার মধ্যে আরও একটি গুণ রয়েছে তা হল বট পাতায় বাঁশি বাজানো। তিনি কেবলমাত্র বট পাতায় খুব সুন্দর বাঁশির সুর তুলতে পারেন এবং তার বট পাতায় বাঁশি বাজানোও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
Madhab Das