আরও পড়ুন: পুরুলিয়ায় পার্কিংয়ের ঝামেলা মিটল
একটু বৃষ্টি হলেই জলে ভরে ওঠে আলিপুরদুয়ারের এই এলাকা। বর্ষাকালে বাধ্য হয়ে এখানকার মানুষকে প্রয়োজনীয় জিনিস, গবাদি পশু নিয়ে অন্যত্র উঠে যেতে হয়। কিন্তু এই বছর তা বোধহয় আর হওয়ার নয়। কারণ আটিয়াবাড়ি সেতুটি ভেঙে পড়ে আছে। সেতুটি ভাঙার পর তা তড়িঘড়ি সারানোর জন্য সেখানে সিমেন্টের বড় পাইপ বসানো হয়েছিল। তারপর থেকেই সমস্যার শুরু। পরবর্তীতে সেতুটি আর সরানো হয়নি। আর তাই বর্তমানে এই সেতুতে সাইকেল, বাইক নিয়ে ওঠা যায় না। শুধুমাত্র পায়ে হেঁটে পার হতে হয়।
advertisement
এই প্রসঙ্গে এলাকার বাসিন্দা রাম শা বলেন, বৃষ্টি হলেই এই এলাকায় সমস্যা তৈরি হয়। পাইপে আবর্জনা আটকে গিয়ে জল বের হতে পারে না। এই কারণে গোটা এলাকা আরও জলমগ্ন হয়ে পড়ে। এখনও বর্ষাকাল শুরু হয়নি। কিন্তু এই পরিস্থিতিতে এবার বর্ষাকালে এলাকায় বন্যার আশঙ্কা দেখছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে বর্ষা শুরু হওয়ার আগেই সেতুটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকার চা শ্রমিকরা।
অনন্যা দে