নদী ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা পুর এলাকার এই অংশে। যার জেরে বাধ্য হয়ে কৃষিকাজ ছেড়ে চাষিরা এখন দিনমজুরি করে কোন রকমে সংসার চালাচ্ছেন। এমনই দুরবস্থা ফালাকাটা বাগানবাড়ি এলাকার বাসিন্দাদের। মুজনাই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এই এলাকার বাসিন্দারা। এই স্থানটি ফালাকাটা পুরসভার অন্তর্ভুক্ত। দীর্ঘ বহু বছর ধরে নদী ভাঙনে এলাকার প্রায় ত্রিশ জন বাসিন্দার বিঘার পর বিঘা কৃষিজমি মুজনাই নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে ।
advertisement
আরও পড়ুন: অভিষেকের পাশে ‘India’, শব্দের খেলা তৃণমূল সাংসদের! স্পষ্ট করলেন নিশানা
আলতাফ মিঞা নামে এক বাসিন্দা জানান, মুজনাই নদীতে বাঁধ না থাকায় এখনও অবধি এলাকার বহু মানুষের কৃষি জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। এমন অনেক লোক আছে যাদের সব চলে গিয়েছে। স্থানীয়রা আরও জানান, এই মুজনাই নদীতে বাঁধের দাবী দীর্ঘদিনের। বহবার অনেক আধিকারিক, মন্ত্রী এসেছেন নদীর পাড়ে। পরিদর্শন করে চলে গিয়েছেন।কিন্তু বাঁধ আর তৈরি হয়নি। এলাকার বাসিন্দারা জানান, পূর্বে তাঁরা কৃষিকাজ করতেন। কিন্তু এখন তাদের মধ্যে অনেকেরই কৃষিজমি নেই। সব জমি মুজনাই নদীর গর্ভে চলে গিয়েছে । বাধ্য হয়ে তাঁরা এখন শ্রমিকের কাজ করছেন।
এই বিষয়ে ফালাকাটার পুরপ্রধান প্রদীপ মুহুরি জানান, এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকে জানিয়েছি। বাঁধ নির্মাণের জন্য বলা হয়েছে। শীঘ্র বাঁধ নির্মাণ হবে।
অনন্যা দে