Abhishek Banerjee: অভিষেকের পাশে 'India', শব্দের খেলা তৃণমূল সাংসদের! স্পষ্ট করলেন নিশানা

Last Updated:

Abhishek Banerjee: টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়েও অভিষেকের মুখে বারবার ফিরে এসেছে সেই 'INDIA'-র কথা।

অভিষেকের চ্যালেঞ্জ
অভিষেকের চ্যালেঞ্জ
নয়াদিল্লি: তিনি যে কো-অর্ডিনেশন কমিটির সদস্য, বিজেপি বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’র সেই কমিটি প্রথমবারের জন্য বৈঠকে বসলেও সেই দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি৷ বুধবারের এই ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়েও। এ নিয়ে আগেই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল অভিষেককে৷ এবার তাঁর পাশে দাঁড়ালেন তাঁদের জোট শরিকরাও৷ ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির প্রথম বৈঠকের দিনই সমন পাঠিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা নিয়ে ইডি এবং কেন্দ্রের বিজেপি সরকারের তুমুল সমালোচনা করেছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। এমনকী টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরিয়েও অভিষেকের মুখে বারবার ফিরে এসেছে সেই ‘INDIA’-র কথা।
এবার এক্স হ্যান্ডেলেও বিজেপি তথা তাদের জোট এনডিএ-কেও তীব্র কটাক্ষ করলেন অভিষেক। তিনি লিখেছেন, ”বিজেপি ভীত (afRAID) আর এনডিএ সন্ত্রস্ত্র (scarED)। দেখুন কীভবে পতন হয় ক্ষমতাশালীদের যখন তাদের ভিতকে নাড়িয়ে দেওয়া হয়। এটাই হল INDIA-র শক্তি।”
advertisement
advertisement
এদিকে, বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম সদস্য উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)৷ বুধবার সেই দলের মুখপাত্র সঞ্জয় রাউত এ প্রসঙ্গে বলেছিলেন, ‘‘অভিষেক আজ বৈঠকে থাকতে পারলেন না, কারণ ইডি এবং বিজেপি তেমনটা চায়নি। কেন্দ্রীয় সরকার চায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এসে ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিন।’’
advertisement
সেই কারণে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ার ফাঁকা রেখেই এদিন তাঁরা সমন্বয় কমিটির বৈঠক করবেন বলে জানান সঞ্জয় রাউত৷ শিবসেনা (ইউবিটি) নেতা স্পষ্ট বলেন, ‘‘আমরা তাঁর জন্য একটি আসন ফাঁকা রেখে এই বার্তাই দিতে চাইছি যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ‘ইন্ডিয়া’র সদস্যদের উপর অত্যাচার করছে।’’
advertisement
এদিকে, টানা প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের শেষে বৃষ্টি মাথায় বেরিয়ে এসে ইডি-র দফতরের সামনেই একের পর এক চ্যালেঞ্জ, একের পর এক হুঁশিয়ারি দেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘আমাকে গ্রেফতার করুন! আমাকে গ্রেফতার করলেই আমার স্টেটমেন্ট প্রকাশ পাবে। চ্যালেঞ্জ করছি আমাকে গ্রেফতার করুন৷’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: অভিষেকের পাশে 'India', শব্দের খেলা তৃণমূল সাংসদের! স্পষ্ট করলেন নিশানা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement