Mandarmoni Dead Body: শরীরে নেই কোনও পোশাক, মন্দারমণির বিচে নদিয়ার কলেজ ছাত্রীর দেহ উদ্ধারে বড় রহস্য

Last Updated:

Mandarmoni Dead Body: পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ছ’টা চল্লিশ মিনিটে তাহেরপুর থেকে ব্যারাকপুরে দিদির বাড়িতে যান, দিদিকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে।

রঞ্জিত সরকার, নদীয়া: মন্দারমণির কাছে সমুদ্র সৈকত থেকে বিবস্ত্র অবস্থায় গত সোমবার উদ্ধার হওয়া তরুণীর বাড়ি নদিয়ার তাহেরপুরে। মন্দারমণি কোস্টাল থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর দেহটি অজ্ঞাত পরিচয় থাকলেও, শেষে ওই দেহটি শনাক্ত হয়। মৃত ওই তরুণীর বাড়ি নদিয়ার তাহেরপুর নোটিফাইড এরিয়া অথরিটির এইচ ব্লকে।
মৃতের নাম লাবনী দাস। বয়স ২৩ বছর। তিনি চাকদহ কলেজের তৃতীয় বর্ষের ইতিহাসে অনার্সের ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ছ’টা চল্লিশ মিনিটে তাহেরপুর থেকে ব্যারাকপুরে দিদির বাড়িতে যান, দিদিকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে। শুক্র ও শনিবার রাত কাটিয়ে রবিবার সকাল ৭:৩০ নাগাদ সোদপুরে বিউটি পার্লারে কাজ করতে যাওয়ার নাম করে দিদির বাড়ি থেকে বের হন।
advertisement
advertisement
এরপর সন্ধ্যার পর থেকে লাবনীকে ফোন করা হলে ফোন বন্ধ আছে শোনায়। এরপর ওইদিনই তাহেরপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবার। আজ সকালে জানতে পারেন মন্দারমণিতে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হওয়া ওই তরুণীর দেহ নদিয়ার তাহেরপুরের লাবনী দাসের।
advertisement
পরিবারের দাবি, মেয়েকে অপহরণ করে খুন করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত কোনও অভিযোগ হয়নি। তবে কী কারণে ওই ছাত্রী মন্দারমনিতে গিয়েছিলেন কেনইবা বিবস্ত্র অবস্থায় তার দেহ সমুদ্র সৈকতে পড়ে থাকল, গোটা বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mandarmoni Dead Body: শরীরে নেই কোনও পোশাক, মন্দারমণির বিচে নদিয়ার কলেজ ছাত্রীর দেহ উদ্ধারে বড় রহস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement