এই বিষয়ে কালচিনি পঞ্চায়েত সমিতির সদস্য তৌফিল সোরেন জানান সেতুটি দীর্ঘদিন থেকে সংস্কার হয়নি। গতকাল রাতে ভেঙ্গে পড়ার পরে আমি ইতিমধ্যে জেলাপরিষদ ও ব্লক প্রশাসনকে জানিয়েছি এই বিষয়ে। তৌফিল সোরেন জানান বিগত এত বছরে সেতুটি সংষ্কার হয়নি এবং মেরামত ও হয়নি। এই সেতুটি বলা চলে আটিয়াবাড়ি চা বাগান, বাঙ্গাবাড়ি এই এলাকার লাইফ লাইন । সেতুটি ভেঙ্গে পড়ায় যোগাযোগ বন্ধ।
advertisement
আরও পড়ুনঃ বেতনবৃদ্ধির দাবি জানালেন জলদাপাড়ার জঙ্গল সাফারির গাইডরা
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সঞ্জয় নিয়োগী জানান বর্তমানে আমরা খুবই সমস্যায় পড়েছি যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দাদের অফিস, বাজার যেতে হলে এই সেতু উপর দিয়ে যেতে হত সেতুটি ভেঙে যাওয়ায় খুবই সমস্যায় পড়েছি আমরা। এলাকার বাসিন্দা সঞ্জিত কুমার মণ্ডল জানান গতকাল রাতে বিকট শব্দ হলে আমরা ঘর থেকে বেড়িয়ে দেখি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতু। চা বাগানের ঝোরার জলের প্রবল স্রোতে ভেঙে পড়ে সেতুটি।
Annanya Dey