TRENDING:

Alipurduar: আটিয়াবাড়ি চা বাগানের সেতু ভেঙে বিপর্যয়! ক্ষতির মুখে এলাকার বাসিন্দারা

Last Updated:

আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানের ১২ নং ঝোরার সেতু ভেঙ্গে যোগাযোগ বন্ধ । আটিয়াবাড়ি চা বাগানের ১২ নং সেতু গতকাল রাতে বিকট শব্দে ভেঙ্গে পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানের ১২ নং ঝোরার সেতু ভেঙ্গে যোগাযোগ বন্ধ । আটিয়াবাড়ি চা বাগানের ১২ নং সেতু গতকাল রাতে বিকট শব্দে ভেঙ্গে পড়ে। প্রবল জলের স্রোতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। বর্তমানে আটিয়াবাড়ি চা বাগানে যোগাযোগ পুরোপুরি বন্ধ। সমস্যায় পড়েছে এলাকার পাঁচ হাজারের উপর জনগণ। স্থানীয় বাসিন্দারা জানান ১৯৯৩ সালে বন‍্যায় সেতুটি ভেঙে যায় পরবর্তীতে ১৯৯৭ সালে সেতুটি পূনরায় নির্মাণ করা হয়। কিন্ত এতদিনে সেতুটি মেরামত হয়নি এবং সংষ্কার ও হয়নি অবশেষে গতকাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।
advertisement

 

 

এই বিষয়ে কালচিনি পঞ্চায়েত সমিতির সদস্য তৌফিল সোরেন জানান সেতুটি দীর্ঘদিন থেকে সংস্কার হয়নি। গতকাল রাতে ভেঙ্গে পড়ার পরে আমি ইতিমধ্যে জেলাপরিষদ ব্লক প্রশাসনকে জানিয়েছি এই বিষয়ে। তৌফিল সোরেন জানান বিগত এত বছরে সেতুটি সংষ্কার হয়নি এবং মেরামত হয়নি। এই সেতুটি বলা চলে আটিয়াবাড়ি চা বাগান, বাঙ্গাবাড়ি এই এলাকার লাইফ লাইন সেতুটি ভেঙ্গে পড়ায় যোগাযোগ বন্ধ।

advertisement

View More

আরও পড়ুনঃ বেতনবৃদ্ধির দাবি জানালেন জলদাপাড়ার জঙ্গল সাফারির গাইডরা

 

 

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সঞ্জয় নিয়োগী জানান বর্তমানে আমরা খুবই সমস্যায় পড়েছি যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দাদের অফিস, বাজার যেতে হলে এই সেতু উপর দিয়ে যেতে হত সেতুটি ভেঙে যাওয়ায় খুব সমস্যায় পড়েছি আমরা। এলাকার বাসিন্দা সঞ্জিত কুমার মণ্ডল জানান গতকাল রাতে বিকট শব্দ হলে আমরা ঘর থেকে বেড়িয়ে দেখি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতু। চা বাগানের ঝোরার জলের প্রবল স্রোতে ভেঙে পড়ে সেতুটি।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: আটিয়াবাড়ি চা বাগানের সেতু ভেঙে বিপর্যয়! ক্ষতির মুখে এলাকার বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল