Alipurduar: বেতনবৃদ্ধির দাবি জানালেন জলদাপাড়ার জঙ্গল সাফারির গাইডরা

Last Updated:

বেতন বৃদ্ধির সুর জলদাপাড়ার গাইডদের কন্ঠে। শেষ কবে বেতন বৃদ্ধি হয়েছিল, তা হয়ত মনে নেই অনেকের।

+
title=

#আলিপুরদুয়ার : বেতন বৃদ্ধির সুর জলদাপাড়ার গাইডদের কন্ঠে। শেষ কবে বেতন বৃদ্ধি হয়েছিল, তা হয়ত মনে নেই অনেকের। দৈনিক ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলেন জলদাপাড়া গাইড সংগঠনের সদস্যরা। সম্প্রতি ওই দাবিকে সামনে রেখে জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রাণ সংরক্ষক দেবদর্শন রায়ের কাছে একটি স্মারকলিপি পেশ করেন গাইডরা। বর্তমানে জলদাপাড়ায় ৬৯ জন প্রশিক্ষিত গাইড রয়েছেন। যাঁরা পর্যটকদের জিপ সাফারির সময় জঙ্গল পথ চিনিয়ে গভীরে নিয়ে যান। এছাড়াও বিভিন্ন বন্যপ্রাণ ও জঙ্গলের চরিত্র চিনতে তথ্য দিয়ে সহায়তা করেন।
 
 
advertisement
তাঁদের অভিযোগ এখন তাঁরা প্রতিটি সাফারি বাবদ ৩০০ টাকা পেয়ে থাকেন, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যা দিয়ে সংসার চালানো দায় হয়ে উঠেছে। এছাড়াও ২০১৬ সালের পর থেকে গাইড ভাতাও বাড়ানো হয়নি। ২০২০ ২১ সালে কোভিডের কারনে তাঁদের জীবীকা একেবারেই থমকে গিয়েছিল। আর প্রজনন মরসুমের কারনে বছরের তিন মাস জঙ্গল বন্ধ থাকার দরুন আদতে বছরের নয় মাস তাঁরা কাজের সুযোগ পেয়ে থাকেন।
advertisement
 
গাইড সংগঠনের তরফে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু 'তে চলা নতুন জঙ্গল পর্যটনের মরসুমের আগে যদি তাঁদের ভাতা বৃদ্ধি না করা হয়, তবে জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রত্যেকটি জিপ সাফারি রুট অবরুদ্ধ করে দিয়ে, জোরদার আন্দোলনে সামিল হবেন গাইডরা।
advertisement
 
ওই সংগঠনের তরফে জানানো হয়েছে, "আমরা তো কোনো অনৈতিক আহামরি দাবি করছি না।মাত্র তিনশো টাকায় বর্তমান সময়ে জীবন চলে? আমরা মাত্র একশো টাকা বাড়ানোর দাবি করছি। দাবি মানা না লে অবরোধ আন্দোলনে যেতে বাধ্য হবো আমরা।" জলদাপাড়া বনবিভাগের ডিএফও দীপক এম ক্যামেরার সামনে কিছু না বললেও জানিয়েছেন, "গাইডদের দাবির বিষয়টি আমি জেনেছি।কিন্তু ওই ভাতা বৃদ্ধির ক্ষমতা তো আমার নেই।গোটাটাই সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করছে।আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরকাছে সুপারিশ পাঠাবো।"
advertisement
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: বেতনবৃদ্ধির দাবি জানালেন জলদাপাড়ার জঙ্গল সাফারির গাইডরা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement