অটোকে ওভারটেক করতে গিয়ে কেলেঙ্কারি! সাতসকালে নয়নজুলিতে যা হল, অল্পের জন্য বহু প্রাণ রক্ষা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Nayanjuli: উৎসবের আবহের মধ্যে বুধবার সকালে জয়নগর থানা এলাকার মলিঘাটি প্রাইমারি স্কুলের সামনে অল্পের জন্য প্রাণে বাঁচল কয়েকজন। পুরুলিয়া থেকে রায়দিঘি যাওয়ার পথে স্কুলের সামনে একটি অটোরকে ওভারটেক করতে গিয়ে বালি বোঝাই ১৬ চাকার ট্রাক রাস্তার বাম দিকে একটি জলাশয়ে নেমে যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। কী কারণে বারবার এভাবে গাড়ি নয়নজুলিতে পড়ে যাচ্ছে সে নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, রাস্তা খারাপ নাকি দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে পুলিশ প্রশাসন এই বিষয়ের উপর যদি আরও বেশি করে নজর দেয় তাহলে ভাল হয়। (ছবি ও তথ্য: সুমন সাহা)