দিওয়ালির পরের দিনেই বিষ ধোঁয়ায় হাঁসফাঁস রাজধানী দিল্লি! কী পদক্ষেপ প্রশাসনের?

Last Updated:

মূলত, গাড়ির ধোঁয়া, শস্যের আগাছা জ্বালানো এবং দীপাবলিতে দেদার বাজি পোড়ানোতে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। এই অবস্থায় শিশু, বয়স্কদের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

দূষণে হাঁসফাঁস দিল্লি
দূষণে হাঁসফাঁস দিল্লি
নয়াদিল্লি: দিওয়ালির পরের দিন বুধবার বিষ ধোঁয়ায় হাঁসফাঁস করতে করতে ঘুম ভাঙল দেশের রাজধানী শহর দিল্লির। এই দিন অক্ষরধামে বাতাসের গুণগত মান বা AQI পৌঁছে যায় ৩৬০। যা অত্যন্ত নিম্নমানের বলেই ধরা হয়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের মতে বুধবারেও বিষ ধোঁয়া ঢেকেছে গোটা শহরকেই।
মূলত, গাড়ির ধোঁয়া, শস্যের আগাছা জ্বালানো এবং দীপাবলিতে দেদার বাজি পোড়ানোতে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। এই অবস্থায় শিশু, বয়স্কদের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
এর মধ্যেই এই বিষয় নিয়ে চিন্তিত দিল্লির মুখ্যমন্ত্রীও। এই প্রসঙ্গে তিনি জানান, সরকার এই বিষয়ে কার্যকরভাবেই কাজ করছে। দূষণ না কমলে কৃত্রিম বৃষ্টি করারও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত।
advertisement
advertisement
দিল্লির এই দূষণ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করা হবে বলে তিনি জানান। গোটা শহরজুড়ে সাড়ে সাত হাজারের বেশি ইলেকট্রিক বাস চালানো হবে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু, উৎসবের আবহেই দিল্লির যেন দমবন্ধ অবস্থা। শহরের বেশ কিছু জায়গায় আজ সকালে AQI পৌঁছে যায় ৩৮০-তে! যা স্বাস্থ্যের পক্ষে উদ্বেগজনক। মূলত, অশোক বিহার, দিলশাদ গার্ডেন, বাওয়ানা-সহ একাধিক জায়গায় শ্বাস নেওয়াই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মূলত শহরের প্রতিটি জায়গাতেই AQI ঘোরা-ফেরা করেছে ৩০০-৪০০-এর মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিওয়ালির পরের দিনেই বিষ ধোঁয়ায় হাঁসফাঁস রাজধানী দিল্লি! কী পদক্ষেপ প্রশাসনের?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement