Alipurduar: হাতির হামলা থেকে বাঁচতে ওল চাষ! অভিনব পন্থায় কালচিনির কৃষকরা
- Published by:Ananya Chakraborty
Last Updated:
হাতির হানার ঘটনা রুখতে ওল চাষের প্রতি ঝুঁকছেন কালচিনি ব্লকের কৃষকরা।হাতি ওল দেখলেই দুরে সরে যায়।
#আলিপুরদুয়ার : হাতির হানার ঘটনা রুখতে ওল চাষের প্রতি ঝুঁকছেন কালচিনি ব্লকের কৃষকরা।হাতি ওল দেখলেই দুরে সরে যায়। এই বিষয়টি চোখে পড়তেই কৃষকরা সব চাষ ছেড়ে ওল চাষের প্রতি মনোনিবেশ করেছে। যদিও ওল চাষ সম্পর্কে অভিজ্ঞতা নেই এই এলাকার কৃষকদের। তবুও কৃষি দফতরের কার্যালয়ে গিয়ে এই চাষ সম্পর্কে জেনে এসেছেন তারা। অপেক্ষাকৃত উঁচু জমিতে ওল চাষ হয়। এর বিশেষত্ব হল অন্যান্য ফসল হাতি এসে নষ্ট করলেও এই ফসল করে না। তাছাড়া এই গাছ সারা বছরই রেখে দেওয়া যায়। অন্যান্য ফসলের ক্ষেত্রে দেখা যায়, তা সারা বছর রাখা যায় না। নষ্ট হয়ে যায় ফসল।
advertisement
তবে, এটি যত দিন যাবে ততো দৈর্ঘ্যে ও আয়তনে বৃদ্ধি পায়। বাজারেও ওলের যথেষ্ট চাহিদা রয়েছে। একদিকে হাতির আক্রমণ রোখা যায়, অন্যদিকে ওল বাজারে বিক্রি করে লাভবান হওয়া যায়। কালচিনি ব্লকের কৃষিপ্রবণ এলাকা দক্ষিণ লতাবাড়ি, সাঁতালি এলাকায় হাতির আক্রমণের ঘটনা ঘটছিল প্রতিনিয়ত। উৎপাদিত ফসল ঘরেই তুলতে পারেননি অনেকেই।
advertisement
ফসল পাকলেই বৃদ্ধি পায় হাতির হানা। আগে সুপরি গাছ হাতি নষ্ট করত না। এখন এই গাছের প্রতিও নজর গেছে হাতির।জীবিকা বাঁচিয়ে রাখতে বিকল্প ফসল ফলানোর কথা ভাবছিলেন কৃষকরা। তারপরেই ওল চাষ সম্পর্কে জানতে পারেন তারা। কৃষকদের কথায়,উষ্ণ ও আর্দ্র আবহাওয়া ওল গাছ খুব পছন্দ করে।
advertisement
সেই জন্য খরিফ মরসুমে এর চাষ হয়। সাধারণ ভাবে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে ওল রোওয়া হয়। কিন্তু ভাল সেচের ব্যবস্থা থাকলে ফাল্গুন-চৈত্র মাসেও লাগানো যায়।পাঁচ-ছ’মাসে পাতা হলুদ হয়ে আসলে ওল তোলা যাবে। পুজোর সময় তুললে ভাল দাম পাওয়া যায়। তবে, প্রয়োজন মতো ক’মাস জমিতে রেখেও তুলতে পারা যায় ওল।
advertisement
Annanya Dey
view commentsLocation :
First Published :
August 30, 2022 3:59 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: হাতির হামলা থেকে বাঁচতে ওল চাষ! অভিনব পন্থায় কালচিনির কৃষকরা