Diwali: থাকে তো সেই একই বারুদ! তাহলে বাকি সব বোম ফাটে মাটিতে, কেবল রকেট কীভাবে আকাশে উড়ে যায় বলুন তো? ফাটায় সবাই, কারণ জানে না ৯৯%

Last Updated:
Diwali GK: কিন্তু সব বাজিতেই তো তাকে একই জিনিস, সেই বারুদ। তাহলে বাকি সব বাজি মাটিতে ফাটলেও, রকেট কীভাবে অভিকর্ষের টান উপেক্ষা করে উড়ে যায় আকাশে। কখনও ভেবে দেখেছেন? এর পেছনে রয়েছে বিজ্ঞানের আশ্চর্য কীর্তি।
1/8
দীপাবলি মানেই আলোর উত্‍সব। আর সেই আলোর উত্‍সবের সঙ্গেই মিশে গিয়েছে আতশবাজি ফাটানোর ধুম। পরিবেশের জন‍্য ক্ষতিকারক আতশবাজি নিয়ে জারি রয়েছে একাধিক নিষেধাজ্ঞা। তবুও আতশবাজি নিয়ে দীপাবলির রাতে উত্‍সাহের খামতি থাকে আট থেকে আশি, কারও।
দীপাবলি মানেই আলোর উত্‍সব। আর সেই আলোর উত্‍সবের সঙ্গেই মিশে গিয়েছে আতশবাজি ফাটানোর ধুম। পরিবেশের জন‍্য ক্ষতিকারক আতশবাজি নিয়ে জারি রয়েছে একাধিক নিষেধাজ্ঞা। তবুও আতশবাজি নিয়ে দীপাবলির রাতে আট থেকে আশি সকলের উত্‍সাহ।
advertisement
2/8
আতশবাজিরও নানা প্রকারভেদ। চকোলেট বোম, গাছ বোম, আলু বোম, তুবড়ি, চরকি-সহ হরেক কিসিমের বাজি কিনতে পাওয়া যায়। তবে সমস্ত বাজি নিচে বা মাটিতে ফাটলেও একটি বাজি রয়েছে যা উড়ে গিয়ে ফাটে আকাশে।
আতশবাজিরও নানা প্রকারভেদ। চকোলেট বোম, গাছ বোম, আলু বোম, তুবড়ি, চরকি-সহ হরেক কিসিমের বাজি কিনতে পাওয়া যায়। তবে সমস্ত বাজি নিচে বা মাটিতে ফাটলেও একটি বাজি রয়েছে যা উড়ে গিয়ে ফাটে আকাশে।
advertisement
3/8
রকেট নিয়ে তাই কচিকাঁচাদের উৎসাহ থাকে একটু বেশিই। সলতেতে আগুন দিলেই সোঁ করে উড়ে যায় আকাশে। তারপর সেখানে ফেটে আলোর রোশনাই ছড়িয়ে দেয়।
রকেট নিয়ে তাই কচিকাঁচাদের উৎসাহ থাকে একটু বেশিই। সলতেতে আগুন দিলেই সোঁ করে উড়ে যায় আকাশে। তারপর সেখানে ফেটে আলোর রোশনাই ছড়িয়ে দেয়।
advertisement
4/8
সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে রকেটের প্রকারভেদ। বর্তমানে কিছু রকেটে ভরা থাকে একাধিক রঙের সমাহারের বাজি। এক একটি রকেট আকাশে সৃষ্টি করে রঙের খেলা, আলোকঝর্ণা।
সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে রকেটের প্রকারভেদ। বর্তমানে কিছু রকেটে ভরা থাকে একাধিক রঙের সমাহারের বাজি। এক একটি রকেট আকাশে সৃষ্টি করে রঙের খেলা, আলোকঝর্ণা।
advertisement
5/8
 কিন্তু সব বাজিতেই তো তাকে একই জিনিস, সেই বারুদ। তাহলে বাকি সব বাজি মাটিতে ফাটলেও, রকেট কীভাবে অভিকর্ষের টান উপেক্ষা করে উড়ে যায় আকাশে। কখনও ভেবে দেখেছেন? এর পেছনে রয়েছে বিজ্ঞানের আশ্চর্য কীর্তি।
কিন্তু সব বাজিতেই তো তাকে একই জিনিস, সেই বারুদ। তাহলে বাকি সব বাজি মাটিতে ফাটলেও, রকেট কীভাবে অভিকর্ষের টান উপেক্ষা করে উড়ে যায় আকাশে। কখনও ভেবে দেখেছেন? এর পেছনে রয়েছে বিজ্ঞানের আশ্চর্য কীর্তি।
advertisement
6/8
আসলে রকেটের আগুন লাগানো হয় নীচের অংশে। এই অংশে থাকে বারুদ। ফলে বিস্ফোরণ হয় নীচের দিকে। এতে নিচের দিকে দ্রুত গ্যাস বের হয়, যার ফলে একই স্পিডে রকেট উপরের দিকে যায়। এটিকে বিজ্ঞানের ভাষায় ‘রিঅ্যাকশন ফোর্স’ বলা হয়। নিউটনের তৃতীয় সূত্র মেনেই তাই রকেট সোজা চলে উপরে।
আসলে রকেটের আগুন লাগানো হয় নীচের অংশে। এই অংশে থাকে বারুদ। ফলে বিস্ফোরণ হয় নীচের দিকে। এতে নিচের দিকে দ্রুত গ্যাস বের হয়, যার ফলে একই স্পিডে রকেট উপরের দিকে যায়। এটিকে বিজ্ঞানের ভাষায় ‘রিঅ্যাকশন ফোর্স’ বলা হয়। নিউটনের তৃতীয় সূত্র মেনেই তাই রকেট সোজা চলে উপরে।
advertisement
7/8
রকেটে একটি পাতলা নোজল থাকে, যা বিস্ফোরণের গ্যাসগুলোকে শুধু নিচের দিকে যেতে দেয়, যার ফলে উল্টো ফোর্স বা বিপরীতমুখী বলের কারণে রকেট উপরে যায়।
রকেটে একটি পাতলা নোজল থাকে, যা বিস্ফোরণের গ্যাসকে শুধু নিচের দিকে যেতে দেয়, যার ফলে উল্টো ফোর্স বা বিপরীতমুখী বলের কারণে রকেট উপরে যায়।
advertisement
8/8
বড় পটকাতেও বারুদ থাকে, কিন্তু এই বারুদ জ্বলে চারদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে শক্তি ছড়িয়ে যায় এবং তাদের উপরে তোলার জন্য কোনও ফোর্স পাওয়া যায় না।
বড় পটকাতেও বারুদ থাকে, কিন্তু এই বারুদ জ্বলে চারদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে শক্তি ছড়িয়ে যায় এবং তাদের উপরে তোলার জন্য কোনও ফোর্স পাওয়া যায় না।
advertisement
advertisement
advertisement