Indian Railway: বিনা টিকিটের যাত্রী ধরার অভিযান হাওড়া স্টেশনে
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Ankita Tripathi
Last Updated:
হাওড়া স্টেশনে ম্যাজিস্ট্রেট কর্তৃক টিকিট চেকিং অভিযান পরিচালিত করা হল।
হাওড়া স্টেশনে ম্যাজিস্ট্রেট কর্তৃক টিকিট চেকিং অভিযান পরিচালিত করা হল। টিকিট সংক্রান্ত শৃঙ্খলা জোরদার করতে এবং রেলের নিয়মকানুন মেনে চলা নিশ্চিত করার জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশন হাওড়া স্টেশনে একটি ম্যাজিস্ট্রেট টিকিট চেকিং অভিযান পরিচালনা করে। এই অভিযানটির নেতৃত্বে ছিলেন রেলওয়ে ম্যাজিস্ট্রেট এবং তাকে সহায়তা করেন একটি বিশেষ এনফোর্সমেন্ট দল, যেখানে ৫২ জন টিকিট পরীক্ষক (টিটিই), ৭ জন আরপিএফ কর্মী এবং ১ জন জিআরপিএফ কর্মী ছিলেন, যা অভিযানের সময় কার্যকর এবং সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করে।
অভিযান চলাকালীন, মোট ৫৭২টি টিকিট সংক্রান্ত অনিয়মের ঘটনা শনাক্ত করা হয়। এর মধ্যে ছিল ৩৯৯টি টিকিটবিহীন ভ্রমণের ঘটনা, ১৬৩টি টিকিট ছাড়া মালপত্র বহনের ঘটনা এবং ১০টি স্টেশন চত্বরে আবর্জনা ফেলার ঘটনা। রেলের বিদ্যমান নিয়ম অনুযায়ী সকল অপরাধীকে জরিমানা করা হয়, যা রেল চত্বরে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্বকে পুনরায় নিশ্চিত করে।
advertisement
advertisement
এই অভিযানটি রাজস্ব ফাঁকি রোধ, দায়িত্বশীল ভ্রমণকে উৎসাহিত করা এবং একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল স্টেশন পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে হাওড়া ডিভিশনের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন।
পূর্ব রেলের হাওড়া ডিভিশন সকল যাত্রীদেরকে সঠিক ও বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করতে এবং কোনো অসুবিধা ও জরিমানা এড়াতে রেলের নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছে। প্রকৃত যাত্রী এবং নিরাপদ, সুশৃঙ্খল রেল ভ্রমণের স্বার্থে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
advertisement
রেলের কাছে অভিযোগ আসছিল হাওড়া ডিভিশনের বহু যাত্রী তারা নজর এড়িয়ে বিনা টিকিটে যাতায়াত করছেন। এর মধ্যে অনেকেই আছেন যারা সরাসরি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে স্টেশনে চলে আসছেন। তাই একাধিক জায়গায় টিকিট পরীক্ষকরা ছড়িয়ে ছিটিয়ে থেকে এই বিশেষ অভিযান চালান। প্রসঙ্গত কিছুদিন আগেই হাওড়া ডিভিশনের একাধিক রেল আধিকারিক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জাংশন স্টেশনে গিয়ে বিনা টিকিটের যাত্রী ধরার অভিযান চালিয়েছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 10, 2026 2:49 PM IST









