Howrah News: বস্তা ও নেটবন্দি অবস্থায় পাচারের চেষ্টা! হাওড়া স্টেশনে একসঙ্গে ১৬৫টি কাছিম উদ্ধার, রেল পুলিশের তৎপরতায় বড় সাফল্য

Last Updated:
Howrah News: রেল পুলিশের তৎপরতার জেরেই পাচারের আগেই রুখে দেওয়া সম্ভব হয়েছে। এদিন হাওড়া রেল স্টেশনে কর্মরত রেল পুলিশ ফোর্স বস্তাবন্দি অবস্থায় একসঙ্গে প্রায় ১৬৫টি কাছিম উদ্ধার করে।
1/5
হাওড়া স্টেশনে উদ্ধার হল অসংখ্য বস্তাবন্দি গেঞ্জেস সফট সেল কাছিম। পাচারের উদ্দেশে একসঙ্গে কাছিমগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই অনুমান। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
হাওড়া স্টেশনে উদ্ধার হল অসংখ্য বস্তাবন্দি গেঞ্জেস সফট সেল কাছিম। পাচারের উদ্দেশে একসঙ্গে কাছিমগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই অনুমান। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
2/5
হাওড়া স্টেশন থেকে বস্তা ও নেটবন্দি কাছিমগুলিকে উদ্ধারের পর বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। পাচারের আগেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ কাছিম। বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কাছিমগুলি সাধারণ গেঞ্জেস সফট সেল কাছিম।
হাওড়া স্টেশন থেকে বস্তা ও নেটবন্দি কাছিমগুলিকে উদ্ধারের পর বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। পাচারের আগেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ কাছিম। বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কাছিমগুলি সাধারণ গেঞ্জেস সফট সেল কাছিম।
advertisement
3/5
রেল পুলিশের তৎপরতার জেরেই পাচারের আগেই রুখে দেওয়া সম্ভব হয়েছে। এদিন হাওড়া রেল স্টেশনে কর্মরত রেল পুলিশ ফোর্স বস্তাবন্দি অবস্থায় একসঙ্গে প্রায় ১৬৫টি কাছিম উদ্ধার করে।
রেল পুলিশের তৎপরতার জেরেই পাচারের আগেই রুখে দেওয়া সম্ভব হয়েছে। এদিন হাওড়া রেল স্টেশনে কর্মরত রেল পুলিশ ফোর্স বস্তাবন্দি অবস্থায় একসঙ্গে প্রায় ১৬৫টি কাছিম উদ্ধার করে।
advertisement
4/5
জানা যায়, রেল পুলিশের পক্ষ থেকে কাছিমগুলিকে উদ্ধারের পর বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর উদ্ধার হওয়া সমস্ত কাছিম বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। সেগুলি গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, রেল পুলিশের পক্ষ থেকে কাছিমগুলিকে উদ্ধারের পর বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর উদ্ধার হওয়া সমস্ত কাছিম বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। সেগুলি গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
5/5
রেলের তৎপরতার জেরেই এদিন একসঙ্গে ১৬৫টি কাছিম পাচারের আগে আটকে দেওয়া সম্ভব হয়েছে। এতগুলি বন্যপ্রাণী পাচারের আগে উদ্ধার হওয়া অত্যন্ত খুশির খবর বলে জানান জেলা পরিবেশকর্মীরা। তবে একসঙ্গে এতগুলি কাছিম কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট জানা যায়নি বলেই বন বিভাগ সূত্রে খবর। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
রেলের তৎপরতার জেরেই এদিন একসঙ্গে ১৬৫টি কাছিম পাচারের আগে আটকে দেওয়া সম্ভব হয়েছে। এতগুলি বন্যপ্রাণী পাচারের আগে উদ্ধার হওয়া অত্যন্ত খুশির খবর বলে জানান জেলা পরিবেশকর্মীরা। তবে একসঙ্গে এতগুলি কাছিম কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট জানা যায়নি বলেই বন বিভাগ সূত্রে খবর। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement