TRENDING:

Alipurduar: শ্রমিকদের দাবি পুজো বোনাস, পাত্তাই দিচ্ছে না চা বাগান কর্তৃপক্ষ

Last Updated:

সামনেই পুজো, আর পুজোর পূর্বে প্রতিটি চা বাগানের শ্রমিকদের বোনাস প্রদান করা হয় নিয়মমাফিক। এই বোনাস প্রদানের ক্ষেত্রে চা বাগান গুলোকে এ, বি ,সি ক‍্যাটেগরিতে ভাগ করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : সামনেই পুজো, আর পুজোর পূর্বে প্রতিটি চা বাগানের শ্রমিকদের বোনাস প্রদান করা হয় নিয়মমাফিক। এই বোনাস প্রদানের ক্ষেত্রে চা বাগান গুলোকে এ, বি ,সি ক‍্যাটেগরিতে ভাগ করা হয়। বিভিন্ন ক‍্যাটেগরির চা বাগানের শ্রমিকদের বিভিন্ন হারে বোনাস প্রদান করা হয়। এর মধ্যে উন্নত মানের চা উৎপাদনকারী সচল বাগানগুলোকে এ ক্যাটেগরিতে রাখা হয়। অন্যান্য বাগানের তুলনায় বেশি শতাংশ বোনাস দেওয়া হয় এই বাগানগুলিকে। অন্যদিকে, রুগ্ন বাগানগুলোকে সি ক্যাটেগরিতে রাখা হয়। অন্যান্য বাগানের তুলনায় এই বাগানের শ্রমিকদের বোনাস কম হয়। আবার যে বাগান রুগ্নও নয় আবার সচলও নয় মধ্যবর্তী পর্যায় রয়েছে তাদের বি ক্যাটেগরিতে রাখা হয়।
advertisement

তবে এবার এই সকল ক্যাটেগরি বাদ দিয়ে সকল বাগানের শ্রমিকদের ২০% হারে বোনাস প্রদানের দাবিতে সরব হলেন শ্রমিকরাই। তাদের কথায় মুল্যবৃদ্ধির সময় এ,বি,সি ক্যাটেগরিতে বিভাজন করলে উৎসবের আনন্দ মাটি হয়ে যাবে। আগামী ৩০ অগাষ্ট চা বাগানের বোনাস নিয়ে বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকটি ভার্চুয়াল হবে বলে জানা গিয়েছে। বৈঠকের আগেই চা বলয়ের শ্রমিকরা এক বেতনের দাবি জানিয়েছেন। শ্রমিকরা সোজাসুজি জানিয়ে দিয়েছে, 'আমাদের দাবি প্রতিটি চা বাগানের শ্রমিকদের ২০% বোনাস প্রদান করতে হবে। আমরা কোনো ক‍্যাটেগরি মানব না। এবার সবাইকে ২০% বোনাস প্রদান করতে হবে।

advertisement

আরও পড়ুনঃ সন্তানকে কোলে নিয়ে ঘরে ফিরল মা চিতা! স্বস্তির নিশ্বাস ভার্নোবাড়িতে

চা বাগানের এক কর্মী বিকাশ মাহালি জানান, 'বোনাস প্রদানের সময় এলেই বাগান কতৃপক্ষ বলে আমরা ক্ষতির সন্মুখীন। আমাদের লাভ হচ্ছে না, আমরা বেশি বোনাস প্রদান করতে পারবো না। প্রতিবছর উত্তরবঙ্গের ৩৫ টা মত চা বাগানকে রুগ্ন বাগান দেখিয়ে সেই বাগানের শ্রমিকদের কম বোনাস দেওয়া হয় । কিন্ত এবছর আমরা সবাইকে ২০% বোনাসের দাবি জানাবো ।'

advertisement

View More

আরও পড়ুনঃ ঘোড়ামারা নদীর ওপর নেই সেতু! সমস্যায় এলাকার বাসিন্দারা

শ্রমিকদের কথায় সকল শ্রমিকই আট ঘণ্টা কাজ করে, সকলের পরিশ্রমই একই। তাহলে কেন এই এ,বি,সি ক্যাটেগরির বিভাজন। এবছর ২০% বোনাসই লাগবে। চা বাগানের অপর এক কর্মী গণেশ লামা জানান, 'বোনাসের সময় কোনো বিভাজন মানা হবে না। শ্রম ব্যয় সকলের হচ্ছে। মালিকদের আমাদের দুঃখ, দুর্দশা বুঝতে হবে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: শ্রমিকদের দাবি পুজো বোনাস, পাত্তাই দিচ্ছে না চা বাগান কর্তৃপক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল