TRENDING:

Alipurduar: হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন মালিকরা! সৌজন্যে আলিপুরদুয়ার পুলিশ

Last Updated:

হারিয়ে যাওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করে মঙ্গলবার মোবাইল মালিকদের হাতে তা তুলে দিলেন কালচিনি থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : হারিয়ে যাওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার করে মঙ্গলবার মোবাইল মালিকদের হাতে তা তুলে দিলেন কালচিনি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কালচিনি এলাকার তিন জন ব্যক্তির মোবাইল সম্প্রতি হারিয়ে যায়, এরপর তারা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে তিনটি ফোন উদ্ধার করে। এ বিষয়ে কালচিনি ওসি টিএন লামা বলেন, 'সম্প্রতি আমাদের কাছে বেশ কিছু মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ এসেছিল, তার মধ্যে তিনটি আমরা উদ্ধার করেছি, বাকি গুলোও শীঘ্রই উদ্ধার হবে।'
advertisement

বেশ কিছুদিন থেকেই বিভিন্ন জায়গা থেকেই মোবাইল ফোন হারিয়ে যাওয়ার প্রচুর মিসিং ডাইরি জমা পড়ছিল। তারপরেই নরেচড়ে বসল প্রশাসন। মঙ্গলবার হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মালিকদের খবর দেওয়া হয় এবং একে একে তাদের হাতে মোবাইল ফোন তুলে দেন আলিপুরদুয়ার থানার IC অনিন্দ্য ভট্টাচার্য। তিনি জানান,\"বারোজনকে মোবাইল তুলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই মোবাইল চুরি সংক্রান্ত অভিযোগ জানিয়েছিলেন থানায়।\"

advertisement

আরও পড়ুনঃ ভিটেমাটি হারানোর আশঙ্কায় নো ম্যানস্ ল্যান্ডের বাসিন্দারা!

সম্প্রতি জয়গাঁ থানার পুলিশের পক্ষ থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হয় মালিকদের হাতে। গত দুমাস আগে নামি দামি কোম্পানির মোবাইল ফোন হারিয়ে বিপাকে পড়েছিলেন ফালাকাটার বেশ কয়েকজন বাসিন্দা। তাঁরা মোবাইল হারানোর বিষয়ে ফালাকাটা থানায় লিখিত অভিযোগ করেছিলেন।

advertisement

View More

আরও পড়ুনঃ নেই সেতু! অগত্যা ঝুঁকি নিয়েই জয়ন্তী নদী পারাপার!

অভিযোগ পেয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। এক থেকে দেড় মাসের মধ্যেই প্রত্যেকের মোবাইল উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া ৯টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেয় ফালাকাটা থানার পুলিশ। অভিযোগ এলেই তা খতিয়ে দেখতে ত‍ৎপর আলিপুরদুয়ার জেলা পুলিশ। শুধু মোবাইল উদ্ধার অবৈধ চোরাচালান আটকাতেও দেখা যায় পুলিশকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এখনও দগদগে বন্যার ক্ষত! ভাইফোঁটার দিন জলপাইগুড়িতে 'এই' কাজে ব্যস্ত ভাইয়েরা
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেলেন মালিকরা! সৌজন্যে আলিপুরদুয়ার পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল