Bhai Dooj 2025 Rituals: বঙ্গে ভাইফোঁটা, গোর্খা সমাজে 'এই' উৎসব কি নামে পরিচিত জানেন?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Bhai Dooj 2025 Rituals: গোর্খা সম্প্রদায়ের মানুষেরা এই উৎসবকে ভাই টিকা বলেন। এটি তিহার উৎসবের অন্যতম অঙ্গ। তিহারের পঞ্চম ও শেষ দিনকে বলা হয় ভাই টিকা। এই শেষ দিনটি যথেষ্ট আড়ম্বরের সঙ্গে পালিত হয়।
আলিপুরদুয়ার, অনন্যা দে: বঙ্গে এই উৎসব ভাইফোঁটা নামে পরিচিত। গোর্খা সম্প্রদায়ের মানুষেরা এই উৎসবকে ভাই টিকা বলেন। এটি তিহার উৎসবের অন্যতম অঙ্গ। তিহারের পঞ্চম ও শেষ দিনকে বলা হয় ভাই টিকা। এই শেষ দিনটি যথেষ্ট আড়ম্বরের সঙ্গে পালিত হয়। ভাই ও বোনেরা একে অপরের উপাসনা করে এবং তাদের অনুভূতি প্রকাশ করার জন্য একে অপরকে উপহার দিয়ে তাদের বিশেষ বন্ধনকে চিহ্নিত করে। এই টিকা উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনী। দেবী যমুনার ভাই যখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন মৃত্যুর দেবতা যম তাঁর আত্মা নিতে এসেছিলেন।
যমুনা মৃত্যুদেবতার কাছে অনুরোধ করেন তার ভাইয়ের জন্য তার শেষ পুজো শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। তারপর তিনি একটি দীর্ঘ বিস্তৃত অনুষ্ঠান শুরু করলেন যাতে যমও যোগ দিলেন। যমুনা তখন যমকে তার ভাইকে নিয়ে যেতে নিষেধ করল যতক্ষণ না তার কপালের টিকা বিবর্ণ হয়ে যায়, তার গায়ে যে তেল ছিটিয়ে দেওয়া হয়েছিল তা শুকিয়ে না যায় এবং তার গলায় লাগানো মখমলি ফুলের মালা না শুকিয়ে যায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভাইফোঁটার আগের রাতে একলাফে বাড়ল দাম! একদিনে লক্ষ লক্ষ টাকা আয়, ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি, কী বলুন তো?
এইভাবে, তিহারের পঞ্চম দিনে, বোনরা তাদের ভাইদের চারপাশে পবিত্র জল এবং আশীর্বাদযুক্ত তেলের একটি সুরক্ষা কবচ তৈরি করে, তাদের চারদিকে বেশ কয়েকবার প্রদক্ষিণ করে। মখমলি ফুল দিয়ে তৈরি একটি বিশেষ মালা ভাইয়ের গলায় পড়িয়ে দেয়। কারণ এই ফুলটি তার দীর্ঘ জীবনের জন্য পরিচিত। ভাইয়ের কপালে সাতটি ভিন্ন রংয়ের টিকা দেয়। বোনের কপালে টিকাও পরিয়ে দেয় ভাই। বিধান নেপাল নামে এক ব্যক্তি জানান, “গোর্খা সমাজে ভাই টিকার একটি আলাদা গুরুত্ব রয়েছে। তিহার উৎসবের শেষ দিন আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি।”
advertisement
ভাই বোনের চেয়ে বড় বা ছোট কিনা তা নির্বিশেষে অনুষ্ঠানটি সঞ্চালিত হয়। শেষ পর্যন্ত, ভাইয়েরা বিভিন্ন ধরণের রান্না করা খাবার যেমন সেল রুটি, ফল এবং প্যাকেটজাত খাবার পান। বোনরা নগদ বা অন্যান্য উপহার যেমন জামাকাপড় পান ভাইদের কাছ থেকে।
view commentsLocation :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
October 23, 2025 2:31 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bhai Dooj 2025 Rituals: বঙ্গে ভাইফোঁটা, গোর্খা সমাজে 'এই' উৎসব কি নামে পরিচিত জানেন?