অল ইন্ডিয়া যোগা কালচারাল ফেডারেশনের আয়োজিত ৩৭ তম যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল মহারাষ্ট্রের নাগপুরে। ওই প্রতিযোগিতায় মেয়েদের যোগাসনে অংশ নেয় মুনিয়া। প্রতিযোগিতায় ওভার অল উইমেন ট্র্যাডিশনাল বিভাগে অংশ নিয়ে সোনার পদক জয় করে সে। সেই সঙ্গে রাজ্য তথা পূর্ব মেদিনীপুরের নাম উজ্জ্বল করে। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন।
advertisement
আরও পড়ুনঃ পাল্টে গেল উচ্চ মাধ্যমিকের প্রশ্ন পদ্ধতি! ৪০ নম্বরের শুধু…! পরীক্ষা দিয়ে কী বলছেন পড়ুয়ারা?
ষষ্ঠ শ্রেণির পড়ুয়া মুনিয়া ২০২১ সাল থেকে যোগা প্রশিক্ষণ করেন। এরপর জেলা ও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে সে। এবার ন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান দখল করে সোনার পদক ছিনিয়ে নিলেন পাঁশকুড়ার এই ছাত্রী।
মুনিয়ার বাবা পরিযায়ী শ্রমিক, মা গৃহবধূ। দাদুর ইচ্ছেতে শরীরচর্চার জন্য মুনিয়াকে যোগাসনে ভর্তি করা হয়। সেই যোগাসনেই বর্তমানে একের পর এক জয়। মেয়ের এই সাফল্যে খুশি মুনিয়ার মা। তিনি জানান, ‘মেয়ের শরীর-স্বাস্থ্যের কথা মাথায় রেখে যোগা ক্লাসে ভর্তি করেছিলাম। তারপর পড়াশোনার পাশাপাশি যোগাসনের প্রতি মুনিয়ার ভালবাসা লক্ষ্য করা যায়। বাড়িতে সময় পেলেই বিভিন্ন ধরণের যোগা করত। মেয়ের এমন সাফল্যে সত্যিই খুব ভাল লাগছে’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যোগাসন এবং পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে মুনিয়া। ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য মুনিয়া দুবাই পাড়ি দেবে। তবে সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক অবস্থা। যদিও এই বিষয়ে মুনিয়ার পাশে রয়েছেন তাঁর যোগা প্রশিক্ষক মানস পাল। আন্তর্জাতিক যোগা কম্পিটিশনে মুনিয়া যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য সবরকমভাবে চেষ্টা চালাচ্ছেন তিনি।