Durga Puja 2025: ৩৩ কোটি দেব-দেবীর দেখা মিলবে এক জায়গায়! এবারের পুজোয় নতুন কিছু, যেতে ভুলবেন না 'এই' মণ্ডপে

Last Updated:

এই মণ্ডপে প্রবেশ করলেই দেখা মিলবে ৩৩ কোটি দেব দেবীর! হ্যাঁ এক্কেবারে ঠিক দেখছেন। এ বছর জলপাইগুড়ির দিশারী ক্লাব নতুন চমক নিয়ে হাজির দর্শনার্থীদের জন্য।

+
দুর্গাপূজার

দুর্গাপূজার মন্ডপ

জলপাইগুড়ি, সুরজিৎ দে: এই মণ্ডপে প্রবেশ করলেই দেখা মিলবে ৩৩ কোটি দেব দেবীর! হ্যাঁ এক্কেবারে ঠিক দেখছেন। এ বছর জলপাইগুড়ির দিশারী ক্লাব নতুন চমক নিয়ে হাজির দর্শনার্থীদের জন্য। দক্ষিণ ভারতের বিখ্যাত মীনাক্ষী মন্দিরের নিখুঁত আদলে সাজছে দিশারী ক্লাবের পুজোমণ্ডপ। ইতিমধ্যেই প্যান্ডেল ও প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের পথে। চারিদিকে শুরু হয়ে গেছে দর্শকদের আগ্রহ আর উৎসুক অপেক্ষা।
এখানে প্রতিমা তৈরি হয় মন্ডপের ভেতরেই। তাই দর্শনার্থীদের কৌতূহল শুরু এখন থেকেই। মণ্ডপ ও প্রতিমার এই বিশাল প্রকল্পে দিনরাত এক করে কাজ করছেন কৃষ্ণনগর থেকে আসা দক্ষ শিল্পীরা। পুরো কাঠামো তৈরি হচ্ছে বিশেষ ফাইবার দিয়ে, যা মণ্ডপে ঢুকলেই দর্শনার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা বয়ে আনবে। শুধু দুর্গা প্রতিমাই নয়, সঙ্গে থাকছে একাধিক দেব-দেবীর মূর্তি, যেগুলিতে ফুটে উঠছে সূক্ষ্ম কারুকার্য।
advertisement
advertisement
জানা গিয়েছে, জলপাইগুড়ির এই পুজোর প্রতিমার উচ্চতা হবে ১৪ ফুটেরও বেশি। ভক্তরা মণ্ডপে প্রবেশ করলেই যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠবে দক্ষিণ ভারতের সেই স্থাপত্যের জাঁকজমক।আয়োজকরা জানিয়েছেন, এ বছর আবহাওয়া বিশেষ কোনও বাধা সৃষ্টি করেনি। ফলে দ্রুত গতিতেই এগোচ্ছে প্যান্ডেলের কাজ। কাঠামো এখন প্রায় সম্পূর্ণ, শুধু শেষ পর্যায়ের শৈল্পিক সাজসজ্জা বাকি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্লাব সদস্যরা বলছেন, “প্রতিবার আমরা দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাই। এ বছর শিল্প আর ভক্তির মিলনে তৈরি হচ্ছে এক বিশেষ আবহ।” শহরের মানুষ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে দিশারী ক্লাবের এই উদ্যোগ নিয়ে আলোচনা শুরু করেছেন। অনেকেই বলছেন, এবার দুর্গোৎসব মানেই শুধু আনন্দ নয়, সঙ্গে মিলবে দক্ষিণ ভারতের এক টুকরো রূপকথার আবেশ। জলপাইগুড়ির মানুষদের কাছে এ বছর দিশারী ক্লাবের দুর্গোৎসব নিঃসন্দেহে হতে চলেছে এক স্মরণীয় অভিজ্ঞতা, যেখানে পুজো মিলবে শিল্প, ঐতিহ্য আর সৃজনশীলতার এক অনন্য মেলবন্ধনে!
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025: ৩৩ কোটি দেব-দেবীর দেখা মিলবে এক জায়গায়! এবারের পুজোয় নতুন কিছু, যেতে ভুলবেন না 'এই' মণ্ডপে
Next Article
advertisement
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা
  • অসঙ্গতি নিয়ে বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • জেলার বিএলএ ও গুরুত্বপূর্ণ কর্মীদের ডাকা হয়েছে সভায়

  • বৈধ নাম বাদ পড়া নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে নির্দেশ

VIEW MORE
advertisement
advertisement