রাতের অন্ধকারে দুলদুলিতে মহিলা সহ ৩ বাংলাদেশি! হানা দিতেই যা দেখল পুলিশ, চমকে যাবেন

Last Updated:

রাতের অন্ধকারে এক মহিলা, দুই পুরুষ। প্রত্যেকেই আবার বাংলাদেশি। বিষয়টি জানতে পারে পুলিশ। আর খবর পেয়েই সেখানে হানা দেয়।

৩ বাংলাদেশি গ্রেফতার
৩ বাংলাদেশি গ্রেফতার
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: রাতের অন্ধকারে এক মহিলা, দুই পুরুষ। প্রত্যেকেই আবার বাংলাদেশি। বিষয়টি জানতে পারে পুলিশ। আর খবর পেয়েই সেখানে হানা দেয়। পুলিশি হানায় বাংলাদেশি ওই তিনজন পুলিশের জালে ধরা পড়ে। কিন্তু প্রশ্ন হল তারা কেন সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন?
হিঙ্গলগঞ্জের সীমান্তবর্তী দুলদুলি এলাকা থেকে তিন বাংলাদেশিকে গ্রেফতার করল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে দুলদুলি এলাকায় পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এবং সন্দেহভাজন ওই তিনজন বাংলাদেশিকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তারা অবৈধভাবে ভারতীয় সীমান্তবর্তী জল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে এ দেশে প্রবেশ করেছে।
advertisement
advertisement
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের যশোর এলাকায়। ধৃত এই তিন বাংলাদেশির বিরুদ্ধে আইনি মামলা রুজু করে সোমবার তাদের পাঠান হয় বসিরহাট আদালতে। এখন প্রশ্ন হল তারা কেন বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন? তাদের যখন আদালতে পেশ করা হচ্ছিল তখন সাংবাদিকদের ক্যামেরার সামনে তারা তাদের এইভাবে ভারতে অনুপ্রবেশের কারণ জানিয়েছেন।
advertisement
ধৃত জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তিনি এবং তার স্ত্রী বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পা রেখেছিলেন কাজের জন্য। অন্যদিকে স্বপন নামে আরেকজনের দাবি, তার বাবা এসেছিলেন এবং মারা গিয়েছেন। তার আর কেউ নেই, সেই কারণেই তিনি এইভাবে ভারতে অনুপ্রবেশ করেন। যদিও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তাদের এইভাবে অনুপ্রবেশ্যের কারণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে দুলদুলিতে মহিলা সহ ৩ বাংলাদেশি! হানা দিতেই যা দেখল পুলিশ, চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Forecast: সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের বাড়তে পারে ঝড়-বৃষ্টির পরিমাণ, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি? জেনে নিন
সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের বাড়তে পারে ঝড়-বৃষ্টির পরিমাণ, কোন কোন জেলায় বেশি বৃষ্টি?
  • সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের বাড়তে পারে ঝড়-বৃষ্টি

  • কোন জেলায় কতটা বৃষ্টি ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement