তারাপীঠ মন্দিরে পুজো দিতে সোমবার ট্রেনে চড়ে রামপুরহাট রেল স্টেশন পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। রেল স্টেশনেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজিত বসু বলেন, বীরভূমের নলহাটি মুরারই, লাভপুর, তারাপীঠ-সহ মোট পাঁচটি জায়গায় নতুন করে দমকল কেন্দ্র গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে নলহাটি, লাভপুর ও তারাপীঠ এই তিনটি জায়গায় দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য প্রকল্পের এস্টিমেট রাজ্যে পাঠানো হয়েছে।
advertisement
আরও পড়ুন: দেখি অ্যাডমিটটা’, গর্ভবতী SSC পরীক্ষার্থীর চিন্তা দূর করতে পুলিশ যা করল, জানলে গর্ব হবে!
সেখান থেকে অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু করা হবে। তারাপীঠকে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলেও এখানে কোনও দমকল কেন্দ্র ছিল না। তবে অস্থায়ী ভাবে তারাপীঠ মন্দির এলাকায় রামপুরহাট দমকল বাহিনীর একটি ইঞ্জিন ও কয়েকজন কর্মীকে মোতায়েন করা হয়েছে। দমকল মন্ত্রী রামপুরহাট আসতেই তার কাছে তারাপীঠের জন্য একটি অত্যাধুনিক ল্যাডারের বরাদ্দ চেয়ে একটি দাবিপত্র জমা দিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক ও তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়।
তাঁর দাবি, তারাপীঠে অনেক বহুতল হোটেল ও ভবন রয়েছে। সেখানে একটি অত্যাধুনিক প্রযুক্তির ল্যাডারের প্রয়োজন। তিনি দমকল মন্ত্রীর কাছে সেই ল্যাডারের দাবি জানিয়েছেন। তাতে দমকল মন্ত্রী ল্যাডার দেওয়ার আশ্বাস দিয়েছেন।
অক্ষয় ধীবর